33.3 C
Bangladesh
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১২, ২০২৪

পরিসংখ্যানের দেখানো পথেই হাঁটলো জাবির চারুকলা

পাবলিক বিশ্ববিদ্যালয়পরিসংখ্যানের দেখানো পথেই হাঁটলো জাবির চারুকলা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বাৎসরিক আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডে পুরান কলার চারুকলাকে ৩১ রানের বিশাল ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলো সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগ।

আজ সোমবার (৬ জুন) দুপুর ৩ ঘটিকায় শুরু হওয়া ম্যাচটিতে টচে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সাংবাদিকতা বিভাগ। নির্ধারিত ১০ ওভারে ব্যাট করতে নেমে ৪ উইকেটের বিনিময়ে ৯৮ রান সংগ্রহ করে তারা।

আরো পড়ুন:  কুবি শিক্ষকদের বাসায় দিনদুপুরে চুরি

জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারের সবগুলো বল খেলে ৬ ইউকেটের বিনিময়ে ৬৭ রান সংগ্রহ করে করে চারুকলা বিভাগ । বিভাগের এমন হারে ভেঙে পড়েন খেলা দেখতে আসা শিক্ষক শিক্ষার্থীরা।

আরো পড়ুন:  কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২৪ দিনের ছুটি শুরু

ম্যাচ জয়ের খবরে বাঁধ ভাঙা উল্লাসে ফেটে পড়েন সাংবাদিকতা বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা।
উচ্ছ্বাস প্রকাশ করে এসময় তারা বলেন বিভাগের এমন জয়ে আমরা ভিশন আনন্দিত। আগামী ম্যাচ গুলোতেও জয়ের এই ধারাবাহিকতা অব্যাহত রাখবে বলে প্রত্যাশা থাকবে। ফটো সেশনের মধ্যে দিয়ে শেষ হয় আজকের আনুষ্ঠানিকতা।

আরো পড়ুন:  বেরোবিতে নীলদলের সভাপতি নিতাই, সম্পাদক আজিম

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২ জুন) আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতার প্রথম রাউন্ডে পরিসংখ্যান বিভাগকে হারিয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করে সাংবাদিকতা বিভাগ।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles