বরিশাল বিশ্ববিদ্যালয়ের(ববি) শেরে বাংলা হল কতৃক আয়োজিত হতে যাচ্ছে একটি ফুটবল টুর্নামেন্ট।এই ফুটবল টুর্নামেন্টের নামকরণ করা হয়েছে “পদ্মা বহুমুখী সেতু ফুটবল টুর্নামেন্ট-২০২২”।ববিতে পদ্মা বহুমুখী সেতু ফুটবল টুর্নামেন্ট-২০২২
টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন হবে আগামী ২৫ জুলাই রোজ সোমবার।এই ফুটবল টুর্নামেন্টে শুধুমাত্র ববি’র শেরে বাংলা হলের শিক্ষার্থীরাই অংশগ্রহন করতে পারবে।ববিতে পদ্মা বহুমুখী সেতু ফুটবল টুর্নামেন্ট-২০২২
২০জুলাই শেরে বাংলা হলের প্রধাক্ষ আবু জাফর মিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানান হয়েছে যে, “আগামী ২৫/০৭/২০২২ তারিখ রোজ সোমবার বিকাল ৩:৩০ ঘটিকায় “পদ্মা বহুমুখী সেতু ফুটবল টুর্নামেন্ট-২০২২” এর শুভ উদ্বোধন করা হবে এবং উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে সকল খেলোয়াড়দেরকে নিজ দলের জার্সি পরিধান করে এবং আবাসিক শিক্ষার্থীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।”ববিতে পদ্মা বহুমুখী সেতু ফুটবল টুর্নামেন্ট-২০২২
জানা গেছে উক্ত টুর্নামেন্টে মোট ৪ টি দল হবে এবং খেলা হবে সর্বোমোট ৭ টি ।
প্রথম+দ্বিতীয় তলা =এক দল
৩য় তলা=একদল
৪র্থ+৪র্থ তলা মাস্টার্স জোন=একদল
৫ম+৫ম তলা মাস্টার্স জোন=একদল
প্রত্যেক টিমের জার্সি বাধ্যতামূলক!খেলোয়াড়দের তালিকা ২৪ তারিখের মধ্যে হল অফিসে জমা দেবার জন্য বলা হয়েছে।
আনেকদিন পর শেরে বাংলা হলে এরকম একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করায় হলের শিক্ষার্থীরা অনেক আনন্দিত।