31 C
Bangladesh
শনিবার, জুলাই ২৭, ২০২৪

ববিতে প্রতি মঙ্গলবার অনলাইনে ক্লাস নেবার সিদ্ধান্তে শিক্ষার্থীদের অসন্তোষ

পাবলিক বিশ্ববিদ্যালয়ববিতে প্রতি মঙ্গলবার অনলাইনে ক্লাস নেবার সিদ্ধান্তে শিক্ষার্থীদের অসন্তোষ
একাডেমিক কাউন্সিলের ৪২তম সভার সিদ্ধান্ত অনুযায়ী প্রতি মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক কার্যক্রম অনলাইনে পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷
সোমবার (৩১শে জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সুপ্রভাত হালদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়৷
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়,উক্ত দিনে বিশ্ববিদ্যালয়ের সকল প্রশাসনিক কার্যক্রম এবং বিভাগসমূহের দাপ্তরিক কার্যক্রম চলমান থাকবে।
শিক্ষার্থীদের পরিবহন প্রতি মঙ্গলবার বন্ধ থাকবে এবং শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পরিবহনেরকা জন্য অফিস সময় অনুযায়ী শুধুমাত্র সকালে ও বিকালে ১ (এক) টি করে ট্রিপ চলমান থাকবে। এই সিদ্ধান্তসমূহ ০১ আগষ্ট ২০২৩ থেকেনি কার্যকর হবে৷
এদিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের এমন সিদ্ধান্ত নিয়ে শিক্ষার্থীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে৷ পদার্থবিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থী বলেন, এটা ঠিক করছেন না, লজ্জিত বোধ করা উচিত, যৌক্তিক দাবী তো মানবেন না উল্টা একটা বাজে সিদ্ধান্ত, আমাদের মঙ্গলবার চারটা ক্লাস হয়, পদার্থবিজ্ঞানে ম্যাথ কি অনলাইনে বোঝা যাবে?
আরেক শিক্ষার্থী শামীম আহসান বলেন,অনলাইন ক্লাস কার্যক্রম কার্যকর পদক্ষেপ হলে বিশ্বের প্রযুক্তি ও প্রকৌশলে উন্নত বিশ্ববিদ্যালয় গুলো অনলাইনেই শতভাগ ক্লাস কার্যক্রম চালু করতো। বরিশাল বিশ্ববিদ্যালয়ে চার বছরের অনার্স ছয় বছরের শেষ করতে পারছে না বিশ্ববিদ্যালয় প্রশাসন৷ বারবার সেশনজট নিরসনের আশ্বাস দিলেও কার্যকর পদক্ষেপ গ্রহণে ব্যর্থ হয়েছে তারা৷ এরূপ হটকারি সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানাই।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সুপ্রভাত হালদার বলেন, ইউজিসির নির্দেশনা অনুযায়ী জ্বালানি ও বিদ্যুৎ খাতের ব্যয় সাশ্রয় করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দাপ্তরিক অনেক কর্মকান্ড অনলাইনে পরিচালনা সম্ভব না সেজন্য অফিস খোলা থাকবে৷ সেশনজট বৃদ্ধি হবে এমন প্রশ্নে তিনি বলেন, একাডেমিক কাউন্সিলের মিটিং সবার মতামত নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷

Check out our other content

Check out other tags:

Most Popular Articles