পাবলিক বিশ্ববিদ্যালয়

ববির রাজবাড়ী জেলা ছাত্রকল্যাণ পরিষদের নেতৃত্বে হালিমা ও  আরাফাত

ববির রাজবাড়ী জেলা ছাত্রকল্যাণ পরিষদের নেতৃত্বে হালিমা ও  আরাফাত
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) রাজবাড়ী জেলা স্টুডেন্ট’স ওয়েলফেয়ার এসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে৷ আগামী এক বছরের জন্য এই কমিটি দায়িত্ব পালন করবে৷ কমিটিতে কোস্টাল স্টাডিজ এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী হালিমা খাতুনকে সভাপতি ও পদার্থবিজ্ঞান বিভাগের আরাফাত ইসলামকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে৷
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি সুকুমার দাস, ইয়াকুব ইসলাম, মোঃ উজ্জ্বল মোল্লা, তাহমিনা রশিদ শতাব্দী৷ যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত শ্রাবন, আকাশ হোসেন, আনিসা বিনতে আমিনুল, রিফাহ নাঞ্জিবা বৈশাখী৷ সাংগঠনিক সম্পাদক শাহিনুর আক্তার শানু, জান্নাতি খাতুন, দেবপ্রিয় সরকার অনিক৷ কোষাধ্যক্ষ ফজলে রাব্বী, উপ-কোষাধ্যক্ষ রনি মৈত্র৷ দপ্তর সম্পাদক শাহারিয়ার আলম, সহ-দপ্তর সম্পাদক আব্দুর রউফ৷ প্রচার সম্পাদক আশিক শেখ, উপ-প্রচার সম্পাদক, রবিউল ইসলাম রনি৷ছাত্রী বিষয়ক সম্পাদক সুমাইয়া সুলতানা৷ ছাত্র বিষয়ক সম্পাদক মো. বিপ্লব হোসেন, বিজ্ঞান ও গবেষনা বিষয়ক সম্পাদক সিরাজ সরদার, উপ-বিজ্ঞান ও গবেষনা বিষয়ক সম্পাদক আশিক শেখ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদকঃ সুপর্ণা আক্তার, ক্রীড়া বিষয়ক সম্পাদক মো রনি শেখ, উপ- ক্রীড়া বিষয়ক সম্পাদক সৌরভ কুন্ডু,আপ্যায়ন বিষয়ক সম্পাদকঃ রাজিব মিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক আবু হুরাইরা৷কার্যকরী সদস্য কাজী শাওয়ানা সবুর, হামিম নিশান সিকদার, আকরাম খান, সুমাইয়া তাসনিম৷
প্রসঙ্গত, প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি বরিশাল বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত রাজবাড়ী জেলার শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন শিক্ষা বিষয়ক অনুষ্ঠান ও বিভিন্ন সহায়তা করে আসছে।
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Quis autem vel eum iure reprehenderit qui in ea voluptate velit esse quam nihil molestiae consequatur, vel illum qui dolorem?

Temporibus autem quibusdam et aut officiis debitis aut rerum necessitatibus saepe eveniet.

[ruby_related total=5 layout=5]

Copyright © 2015 Flex Mag Theme. Theme by MVP Themes, powered by Wordpress.

To Top