31 C
Bangladesh
শনিবার, জুলাই ২৭, ২০২৪

বরিশালের বিশ্ববিদ্যালয়ে হলের খাবারের দাম এবং মান নিয়ে হতাশ আবাসিক শিক্ষার্থীরা

পাবলিক বিশ্ববিদ্যালয়বরিশালের বিশ্ববিদ্যালয়ে হলের খাবারের দাম এবং মান নিয়ে হতাশ আবাসিক শিক্ষার্থীরা
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) আবাসিক হলগুলোর ডাইনিংয়ে একদিকে খাবারের দাম বৃদ্ধি পাচ্ছে অন্যদিকে দিনদিন কমছে খাবারের মান। তাই এখন শিক্ষার্থীদের নিত্যদিনের ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে তাদের পরিবার। অনেক শিক্ষার্থীই কেবল দুই বেলা খাবার খেয়ে দিন যাপন করছে বলে জানান অনেক শিক্ষার্থী। খাবারের দাম কমানো ও খাবারের মান ভালো করার জন্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বাবরবার জানালেও কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন। এ বিষয়ে প্রশাসনের উদাসীনতা প্রকটভাবে প্রকাশিত হচ্ছে বলে অভিযোগ সাধারণ শিক্ষার্থীদের।
বিশ্ববিদ্যালয়ের মোট চারটি আবাসিক হল, যার মধ্যে ছেলেদের ২টি এবং মেয়েদের জন্য ২টি হল রয়েছে। হলগুলোতে দুবেলা খাবার খেতে শিক্ষার্থীদের ৯০-১০০ টাকার মতো খরচ পড়ছে। এছাড়া এসব হলগুলোতে খাবারের মান নিয়ে প্রশ্ন তুলেছে সাধারণ শিক্ষার্থীরা।
 ববির ব্যবসা অনুষদের অনুষদের ২য় বর্ষের এক শিক্ষার্থী জানায়, মুদ্রাস্ফীতির কারণে সব জিনিসের দাম বেড়েছে। বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে খাবারের দামও বাড়ানো হয়েছে। কিন্তু খাবারের মানের দিকে বিন্দুমাত্র নজর নেই কর্তৃপক্ষের। এছাড়াও কয়েকটি আবাসিক হলের ডাইনিং বন্ধ রয়েছে। তাই, বিশ্ববিদ্যালয়ের আব্দুল জব্বারের মোড় কিংবা শেষ মোড় হতে আমাদের খাবার কিনে খেতে হচ্ছে। হোটেলগুলোতে চড়া দামে খাবার বিক্রি করা হচ্ছে।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles