31 C
Bangladesh
শনিবার, জুলাই ২৭, ২০২৪

বরিশাল বিশ্ববিদ্যালয়ের হলে পানি সংকট যেন নিত্য দিনের ঘটনা

পাবলিক বিশ্ববিদ্যালয়বরিশাল বিশ্ববিদ্যালয়ের হলে পানি সংকট যেন নিত্য দিনের ঘটনা
বরিশাল বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলে নিয়মিত পানি না থাকায় বালতি নিয়ে অভিনব প্রতিবাদ করেছে শিক্ষার্থীরা। বালতি নিয়ে বঙ্গবন্ধু হলের ছাদে প্রতিবাদ জানিয়েছেন আবাসিক শিক্ষার্থীরা।
আজ শুক্রবার (৪ আগস্ট) বিকাল ৪টার দিকে হাতে বালতি নিয়ে এ অভিনব প্রতিবাদ জানান তারা।
জানা যায়, চারমাস ধরে নিয়মিত কোনো না কোনো সময় একটানা ২থেকে ৩ ঘন্টা পানি থাকে না৷ শুক্রবার এই সংকট তীব্র হয়৷সকাল ১০ টার পর থেকে পানি পাওয়া দুষ্কর হয়ে উঠে৷ বিকেল ৪ টা পর্যন্ত পানি সংকটে থাকেন শিক্ষার্থীরা। পবিত্র জুমার দিনে এরকম পানি সংকটে থাকায় বিপাকে পড়তে হয় শিক্ষার্থীদের । বারবার হল প্রশাসনকে জানিয়েও কোনো সমাধান পাচ্ছে না শিক্ষার্থীরা ।
বঙ্গবন্ধু হলের উত্তর পাশে শেরে বাংলা হল সংলগ্ন পুকুর সংস্কারের করলে এই সংকট ঘুচবে বলে দাবি শিক্ষার্থীদের৷ বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে কয়েকবার পুকুরটির সংস্কারের কথা বলা হলেও তা আজও বাস্তবায়ন হয়নি। গত কয়েকদিন আগে শেরে বাংলা হলে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গিয়ে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য পুকুর সংস্কারের বাস্তবায়নের কথা বলে গেছেন। এর আগেও ট্রেজারার পুকুর সংস্কারের কথা বলেছেন। কিন্তু বাস্তবায়নের বিন্দুবিসর্গ আজও কেউ দেখেননি।
এ নিয়ে হলের আবাসকি শিক্ষার্থী মেহেদি হাসান রনি বলেন , এ সমস্যাটা আমরা অফিসে কয়েকবার জানিয়েছি এমনকি ভিসি স্যারকেও জানিয়েছি । কিন্তু সমাধান হচ্ছে না । আজকে আমরা জুমার নামাজ পড়তে যাবো ১০ টার আগে পানি শেষ । ওয়ারুমে যাবো পানি নাই । খাবার পানিটাও নাই । তাই আজকে আমরা সবাই ছাদে আসছি বৃষ্টির জন্য । আমরা এর সমাধান চাই ।
আরেক আবাসিক শিক্ষার্থী সৈয়দ মুস্তাকিম বলেন, “পানি দৈন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ উপাদান আর আমরা হলের এই ছয়শত থেকে সাতশত শিক্ষার্থী দীর্ঘদিন পানি সংকটে ভুগছি। কর্তৃপক্ষ এখনো পর্যন্ত এর সমাধান করতে পারেনি। তিনি আরও বলেন, বর্তমানে জ্বালানি সংকট চলছে দেশজুড়ে আমাদের দাবি জ্বালানি সাশ্রয়ে আমাদের হলের পুকুরগুলো সংস্কার করে দিক। তাহলে আমাদের পানি সংকটও দূর হবে আবার জ্বালানিও সাশ্রয় হবে।”
হলের আরেক আবাসকি শিক্ষার্থী কামরুল হাসান বলেন ,প্রায় ২ মাস ধরে এ সমস্যায় ভুগতেছি । তাই এখন আমাদের দাবি আগামী ৭ কর্মদিবসের মধ্যে এ সমস্যার সমাধান করার প্রয়োজনয়ি ব্যবস্থা গ্রহন করবে ।
এ বিষয়ে বঙ্গবন্ধু হলের প্রোভোস্ট আরিফ হোসেন বলেন, হলের ছাদে বালতি নিয়ে প্রতিবাদ লোক দেখানো ৷একসাথে বেশি লোক গোসলে গেলে পানি থাবে না এটাই স্বাভাবিক৷ মোটরে একটু সমস্যা হচ্ছে ৷রবিবার মিস্ত্রী আসবে ঠিক করতে৷ পুকুর সংস্কারের বিষয়ে প্রশ্ন করলে তিনি জানান,হলের ফান্ড দিয়ে পুকুর সংস্কার করা সম্ভব না ৷ এজন্য কর্তৃপক্ষকে একাধিকবার চিঠি দিয়েছি৷
এ বিষয়ে উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিনকে একাধিকবার ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি৷

Check out our other content

Check out other tags:

Most Popular Articles