37.3 C
Bangladesh
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১২, ২০২৪

বরিশাল বিশ্ববিদ্যালয় নাট্যদলের নেতৃত্বে ইরফান রাজ ও তমাল রায়

পাবলিক বিশ্ববিদ্যালয়বরিশাল বিশ্ববিদ্যালয় নাট্যদলের নেতৃত্বে ইরফান রাজ ও তমাল রায়
২৫ নভেম্বর,২০২২(শুক্রবার) বরিশাল বিশ্ববিদ্যালয় নাট্যদলের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের বিকেল ৩.৩০ মিনিটে বার্ষিক সাধারণ সভা ও সম্মেলন অনুষ্ঠিত হয়।বরিশাল বিশ্ববিদ্যালয় নাট্যদলের নেতৃত্বে ইরফান রাজ ও তমাল রায়
অনুষ্ঠানে নাট্যদলের উপদেষ্টামন্ডলী, সদস্য ও কর্মীরা যুক্ত ছিলেন। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টামন্ডলীর সদস্য পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. রহিমা নাসরিন, আইন বিভাগের সহকারী অধ্যাপক সুপ্রভাত হালদার এবং বরিশাল বিশ্ববিদ্যালয় নাট্যদলের প্রধান উপদেষ্টা ও শব্দাবলী গ্রুপ থিয়েটারের অন্যতম নাট্যকর্মী অনিমেশ সাহা লিটু।
উপদেষ্টামন্ডলীগন তাদের মূল্যবান বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং বার্ষিক রিপোর্ট তুলে ধরেন সাধারণ সম্পাদক সবুজ চক্রবর্তী। পরবর্তীতে সাবেক সভাপতি মো: আল-আমিন নাট্যদলের পথচলা নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে সাধারণ সদস্যরা বার্ষিক প্রতিবেদন ও বাজেট নিয়ে মন্তব্য প্রকাশ করেন।
বরিশাল বিশ্ববিদ্যালয় নাট্যদলের নেতৃত্বে ইরফান রাজ ও তমাল রায়
এরপরে সাবজেক্ট কমিটির মাধ্যমে ইরফান আহমেদ রাজ সভাপতি ও তমাল রায় সাধারণ সম্পাদক সহ ১৫ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। গঠিত কমিটির অন্যরা হলেন : সহ-সভাপতি সাজিদুল মুঈদ, সহ-সভাপতি সানবীর রহমান সজীব, যুগ্ম-সাধারণ সম্পাদক- লামিয়া আক্তার পলি, যুগ্ম-সাধারণ সম্পাদক- সুদ্বীপ কুন্ডু, সাংগঠনিক সম্পাদক- মশিউর রহমান , কোষাধ্যক্ষ- মোঃ রাকিব, প্রচার সম্পাদক- রেদওয়ান শুভ , দপ্তর সম্পাদক- নওরিন নূর তিষা, কার্যনির্বাহী সদস্য- ওয়াসীমা মিথিলা,ইন্দ্রানী রাণী,সবুজ চক্রবর্তী ও
সম্মানিত সদস্য- আকিদুজ্জামান রঞ্জু, আবু নাঈম।
নতুন কমিটির সকল সদস্যদের শপথ বাক্য পাঠ করান প্রধান নাট্য নির্দেশক অনিমেষ সাহা লিটু।
প্রাক্তন সভাপতি আবু নাঈম শুভেচ্ছা বক্তব্যের মধ্যে দিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয়।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles