বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ববিসাস) কার্যনির্বাহি পরিষদ ২০২২ এর নির্বাচন আগামীকাল ২৪শে জুলাই অনুষ্ঠিত হবে।
“বস্তুনিষ্ঠ সংবাদ তারূণ্যের মূল প্রবাদ” এই স্লোগানকে সামনে রেখে ২০১৯ সালে বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি গঠিত হয়৷ ক্যাম্পাসের সৌন্দর্য, ছাত্র শিক্ষকের সফলতাসহ বিভিন্ন সময়ে দেশ বিদেশে বিশ্ববিদ্যালয়কে তুলে ধরেছেন অনন্য উচ্চতায় যে সংগঠন সেটি সাংবাদিক সমিতি৷
প্রতিষ্ঠার পর থেকেই শত প্রতিকুলতাকে পেছনে ফেলে স্বাধীনভাবে কাজ করে যাচ্ছে ববিসাসের সদস্যরা। ববিসাসের এই কাজের গতি ধরে রাখার জন্য অন্যতম ভূমিকা পালন করে আসছে ববিসাসের কার্যনির্বাহি পরিষদ।
মোট ১১টি পদবিশিষ্ট কমিটিতে এক পদে প্রতিদ্বন্দিতা করবে একাধিক প্রার্থী৷ এ দিকে তিন সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়েছে৷ সুষ্ঠু ও সুন্দর পরিবেশে সকলে ভোট প্রদান করতে পারবে বলে আশা রাখছে নির্বাচন কমিশন৷
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের দ্বিতীয় তলায় সকাল দশটা থেকে বিকাল দুইটা পর্যন্ত ভোটগ্রহন অনুষ্ঠিত হবে।