বশেফমুবিপ্রবিতে বারোয়ারী বিতর্ক অনুষ্ঠিত
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির উদ্যোগে বারোয়ারী বিতর্ক অনুষ্ঠিত হয়েছে।বশেফমুবিপ্রবিতে বারোয়ারী বিতর্ক অনুষ্ঠিত
বুধবার (১৯ অক্টোবর) দুপুরে একাডেমিক ভবনের সম্মেলন কক্ষে ‘ আমি হবো… ‘ শীর্ষক এই বিতর্ক প্রতিযোগিতা হয়। বিতর্ক প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার মোহাম্মদ আবদুল মাননান।
বশেফমুবিপ্রবিতে বারোয়ারী বিতর্ক অনুষ্ঠিত
এতে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মো. এনামুল হক এবং সহকারী অধ্যাপক (পরিসংখ্যান) মো. জাহিদুল আলম। এ সময় অন্যান্য বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
বশেফমুবিপ্রবিতে বারোয়ারী বিতর্ক অনুষ্ঠিত
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বঙ্গমাতা ডিবেটিং সোসাইটির সভাপতি এহসানুল হক ইরফান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিএসই বিভাগের বিতার্কিক নাদিয়া।
বশেফমুবিপ্রবিতে বারোয়ারী বিতর্ক অনুষ্ঠিত
প্রথমবারের মতো আয়োজিত বারোয়ারি বিতর্কে প্রথম হয়েছেন ইইই বিভাগের রাবেয়া। আর ব্যবস্থাপনা বিভাগের সুজন আলী দ্বিতীয় হয়েছেন এবং ইফাত রনি ও সত্যেন সুমন যৌথভাবে তৃতীয় হন। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।