31 C
Bangladesh
শনিবার, জুলাই ২৭, ২০২৪

বশেমুরবিপ্রবি সাংবাদিক সমিতির নতুন নেতৃত্ব

পাবলিক বিশ্ববিদ্যালয়বশেমুরবিপ্রবি সাংবাদিক সমিতির নতুন নেতৃত্ব

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২২ এ সভাপতি হিসেবে দৈনিক আমাদের সময়ের বশেমুরবিপ্রবি প্রতিনিধি মো: আশরাফুল আলম এবং সাধারণ সম্পাদক হিসাবে দৈনিক শেয়ার বিজের বশেমুরবিপ্রবি প্রতিনিধি আবদুল্লাহ আল মামুন নির্বাচিত হয়েছেন।

রবিবার (১১সেপ্টেম্বর ) বশেমুরবিপ্রবি সাংবাদিক সমিতির কার্যনির্বাহী পরিষদের ৮টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। একাধিক প্রার্থী না থাকায় ৭টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে।

অন্যান্য পদে নির্বাচিতরা হলেন যুগ্ম-সাধারণ সম্পাদক পদে দৈনিক অধিকারের প্রতিনিধি মোঃ আব্দুল ওহাব, সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক যায়যায় দিন এর প্রতিনিধি মো: ফাহিসুল হক, অর্থ সম্পাদক পদে দৈনিক মানবকন্ঠের প্রতিনিধি খাদিজা জাহান তান্বী, দপ্তর সম্পাদক পদে দৈনিক নয়া শতাব্দীর প্রতিনিধি মোঃ রাজু আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে সাম্প্রতিক দেশকালের প্রতিনিধি আব্দুস সালাম এবং কার্যনির্বাহী পদে দৈনিক খোলা কাগজের প্রতিনিধি শাহ মো: জহরুল ইসলাম।

আরো পড়ুন:  পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশনের নবনিযুক্ত যুগ্ম মহাসচিব হলেন ববির ড.কাইউম

বশেমুরবিপ্রবিসাসের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মো: আরিফুজ্জামান রাজীব সহকারী অধ্যাপক, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং অন্যান্য সদস্যরা হলেন ড. মোঃ নুরুন্নবী, সহযোগী অধ্যাপক, এপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ, জাকিয়া সুলতানা মুক্তা, সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ, মানসুরা খানম, সহকারী অধ্যাপক, আইন বিভাগ, টি এন সোনিয়া আজাদ, সহকারী অধ্যাপক লোকপ্রশাসন বিভাগ।

আরো পড়ুন:  জবি ছাত্রলীগ নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগের পাহাড়

সমিতির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নবনির্বাচিত সভাপতি মো: আশরাফুল আলম বলেন, ‘বশেমুরবিপ্রবি সাংবাদিক সমিতির নব নির্বাচিত সভাপতি মো. আশরাফুল আলম জানান, ‘আমরা মেধা, মনন, পরিশ্রম দিয়ে এই সংগঠনকে রোল মডেলে পরিণত করতে বদ্ধ পরিকর থাকবো। সকলের দোয়া ও সহযোগীতার পাশাপাশি নতুন এই কমিটির মাধ্যমে নব উদ্যোমে এই কার্যক্রম আরও বেগবান হবে বলে প্রত্যশা করছি।’

আরো পড়ুন:  নম্বর টেম্পারিং এ রুল জারি করলো হাইকোর্ট

সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন বলেন, ‘প্রত্যেক সংগঠনে নতুন নেতৃত্ব আসে কাজে বৈচিত্র্যতা আনার জন্য। আমরা সবাই ক্যাম্পাস সাংবাদিকতায় পেশাদারিত্ব বজায় রাখার পাশাপাশি নতুন কিছু করতে চাই।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles