fbpx

এই ক্যাম্পাস পত্রিকা

Homeপাবলিক বিশ্ববিদ্যালয়বাঁধা ঠেলে এগিয়ে যাওয়ার স্বপ্ন কুবির অদম্য আব্বাসের

বাঁধা ঠেলে এগিয়ে যাওয়ার স্বপ্ন কুবির অদম্য আব্বাসের

Published on

ছোটবেলা থেকে মেধাবী আব্বাস উদ্দীনের প্রধান প্রতিবদ্ধকতা আর্থিক টানাপোড়ন। ১৪ বছর বয়সে বাবা হারানোর পর থেকে আর্থিক প্রতিবদ্ধকতা বারবার তাড়া করেছে। তখন থেকেই অদম্য আব্বাস কখনো নির্মাণ শ্রমিক, কখনোবা দর্জির কখনো ফটোসেশান কাজ করে সংসার টেনে নিয়ে যাচ্ছেন। সম্প্রতি ঝালমুড়ি বিক্রি শুরু করেছেন তিনি। কথাগুলো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আব্বাস উদ্দীনের। বিশ্ববিদ্যালয়ে ঝালমুড়ি বিক্রি করে নিজের পরিবার চালাচ্ছেন এই ঘটনা পুরো ক্যাম্পাসে এক অন্যন্য নজির সৃষ্টি করেন।
ছোটবেলা থেকে পড়াশুনায় মেধাবী আব্বাস অন্যদের মতোই বড় স্বপ্ন নিয়ে বেড়ে উঠছিলেন। কিন্তু শুরু থেকে আর্থিক অনটন, বাবা-মায়ের টানাপোড়নের সংসার বাধা হয়ে দাড়াঁয়। ১৪ বছর বয়সে বাবাকে হারানো তাকেঁ অথৈ সাগরে ফেলে দেয়। একদিকে বাবা হারানো অন্যদিকে পড়াশুনা চালিয়ে নেওয়া প্রবল আগ্রহ। তখনি তার পাশে দাড়াঁয় বড় ভাই আক্কাস উদ্দিন। কিন্তু করোনার প্রাদুর্ভাবে বড় ভাইয়ের ব্যবসায় প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেলে ফের দুঃখ দুর্দশা নেমে আসে পরিবারে।
তিন ভাই বোনের মধ্যে সবার ছোট আব্বাস। ভাই আক্কাস ও বোন ফাতেমার বিয়ে হয়ে গেলে মা শাহানারা বেগমকে নিয়ে একাই সংসার চালিয়ে নিয়ে যাচ্ছেন তিনি।
নবম শ্রেণীতে পড়াকালীন সময় থেকে চাকুরি করে নিজের পরিবারের পাশে দাড়াঁন তিনি। দর্জি, রাজমিস্ত্রির সহকারী, ভিডিও ফটোগ্রাফীসহ নানা কাজ করতে হয় থাকে। তবে পাশাপাশি পড়াশুনার অদম্য আগ্রহ তাকেঁ বিচ্ছিন্ন করতে পারেনি। বিশ্ববিদ্যালয়ের পাশেই ছোট্ট একটি বাসায় মাকে নিয়ে বসবাস করেন আব্বাস। সম্প্রতি সংসারের টানাপোড়ন নিয়ে চিন্তার ভাজ পড়ে আব্বাসের কপালে। তখনি মাথায় আসে ক্যাম্পাসের সামনে ঝালমুড়ি বিক্রির। পড়াশুনার পাশাপাশি ঝালমুড়ি বিক্রি করে নিজের পড়াশুনা ও সংসার চালাতে হচ্ছে বলে জানান আব্বাস। তিনি বলেন, ক্লাস শেষ হওয়ার পর যতটুকু সময় পাই সেই সময়টাতে বিক্রি করি। বেচা-কেনা শেষ  করে বাসায় যেতে প্রায় রাত ১০টা বেজে যায়। সারাদিনের ক্লান্তিতে সহজে ঘুম চলে আসে তবে রাত ৪টা থেকে সকাল ৮ টা পর্যন্ত একাডেমিক পড়াশোনা শেষ করার চেষ্টা করি।বাঁধা ঠেলে এগিয়ে যাওয়ার স্বপ্ন কুবির অদম্য আব্বাসের

আব্বাস নুরুল উলুম ইদ্রিসিয়া দাখিল মাদ্রাসা থেকে ৪.১৭ পেয়ে দাখিল পাশ করেন। পরবর্তীতে কলেজে ভর্তি হয় এবং প্রথমবারের মতো এইস এস সি পরিক্ষায় ইংরেজীতে অকৃতকার্য হয়। তবে আব্বাসের ইচ্ছে শক্তি আর একাগ্রতা দমিয়ে রাখতে পারে নি।বাঁধা ঠেলে এগিয়ে যাওয়ার স্বপ্ন কুবির অদম্য আব্বাসের
খালাতো বোন জান্নাতের কাছ থেকে অনুপ্রেরণা পেলে পুনরায় পরিক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নেয় এবং পরবর্তী নানুপুর লায়লা কবির ডিগ্রি কলেজ থেকে ৩.৬৭ পেয়ে এইস এস সি পরিক্ষা উত্তীর্ণ লাভ করে।বাঁধা ঠেলে এগিয়ে যাওয়ার স্বপ্ন কুবির অদম্য আব্বাসের
এসএসসি ও এইচএসসি পরীক্ষা ভাল ফলাফল না করলেও বিশ্ববিদ্যালয় পড়ার স্বপ্ন ছিল স্কুল জীবন থেকে। ভর্তির কোচিং করার সুযোগ পায়নি আব্বাস। বন্ধুদের কাছ থেকে ধার করে বই পড়তেন। তবে সবসময় সাহস জুগিয়েছে খালাতো বোন জান্নাত। এইচএসসিতে প্রথমবার ইংরেজিতে কৃতকার্য হতে না পারা আব্বাস ভর্তি পরীক্ষায় সেই ইংরেজিতে ৩০ মার্কের মধ্য ২৫ পেয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে ভর্তি হয়। আর্থিক অনটনের কারণে কয়েকটি মেধাবৃত্তি পেলেও শর্ত সাপেক্ষ হওয়ায় নিতে পারেনি তিনি। তবে সিভিল সার্ভিসের (বিসিএস) প্রস্তুতির পাশাপাশি বিদেশে পড়তে চান আব্বাস। তিনি বলেন, অর্থনীতিতে পড়লে বিসিএসের পাশাপাশি বিদেশে উচ্চতর শিক্ষার জন্য প্রায় ১৬টি ডিগ্রির সুযোগ রয়েছে। ফ্রি  অথবা ৫০% স্কলারশিপের সুযোগ পেলে উচ্চতর ডিগ্রী অর্জনের জন্য বিদেশে চলে যাব। তার জন্য প্রচুর অর্থের প্রয়োজন। নিজস্ব সম্পত্তি না থাকায় এখন থেকেই কিছু একটা করার চেষ্টা করছি। তাছাড়া পরিবারের আয় করার মতোও মানুষ নেই। আমি কার উপর নির্ভর করব? জন্ম থেকেই পরিবারের যতটুকু সামর্থ্য ছিল ততটুকু দিয়ে বড় করেছেন। এখনও পরিবারের উপর নির্ভরশীল হয়ে থাকাটা নিজের কাছে বোঝা মনে হচ্ছে।বাঁধা ঠেলে এগিয়ে যাওয়ার স্বপ্ন কুবির অদম্য আব্বাসের
তার মা শাহানার বেগম ছেলের সংগ্রামের কথা বলতে গিয়ে কেদেঁ বলেন,পরিবারের ভরণপোষণের দায়িত্ব নিতেই আমার ছেলে ঝালমুড়ির দোকান দিয়েছে। ছেলে সারাদিন খাটাখাটনি করে যতটুকু উপার্জন করেন তা দিয়েই আমাদের সংসার চলে। তাছাড়া ক্যাম্পাসের বাহিরে রোদ-বৃষ্টির ঝড়-ঝাপটায় নানান  সমস্যা পোহাতে হয় তার(আব্বাস)। তবে ক্যাম্পাসের ভিতরে হলে আরও নিরাপদ ও সুবিধা হতো বলে মনে করেন তিনি।বাঁধা ঠেলে এগিয়ে যাওয়ার স্বপ্ন কুবির অদম্য আব্বাসের
আব্বাস দুংখ প্রকাশ করে আরও বলেন, সুনির্দিষ্ট বসার মতো কোথাও জায়গা পাচ্ছি না, যার কারনে যখন যেখানে জায়গা পাই সেখানে বসে দোকান চালিয়ে নিই। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সহযোগিতা পেলে ব্যবসার কার্যক্রম সুষ্ঠুভাবে চালিয়ে নিতে সহজ হতো।বাঁধা ঠেলে এগিয়ে যাওয়ার স্বপ্ন কুবির অদম্য আব্বাসের
আব্বাসের ঝালমুড়ি খেতে বিকেল থেকে সন্ধ্যা অবধি ভীড় লেগে থাকে শিক্ষার্থীদের। তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র এভাবে ঝালমুড়ি বিক্রি করতে পারে সেটাই কল্পনাতীত। তার জীবন সংগ্রামের অদম্য সাহস আমাদের মুগ্ধ করছে। তার ঝালমুড়ি কেমন হচ্ছে সেটি বিষয় নয়, সে আমাদের ক্যাম্পাসের। আমরা এজন্য এখানে খেতে আসি। এসময় অনেকে ক্যাম্পাসের অভ্যন্তরে আব্বাস বসতে দেয়ার দাবি জানান।
এ বিষয়ে জানতে চাইলে অর্থনীতি বিভাগের প্রধান অধ্যাপক ড. মুহ. আমিনুল ইসলাম আকন্দ বলেন, বিষয়টি নিয়ে আমরা পূর্ব থেকে অবগত আছি। বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আমরা সহযোগিতা করার চেষ্টা করেছি, তার নাম আমাদের নোটবুকে আছে। এছাড়াও ভবিষ্যৎ সুযোগ পেলে আমরা সব ধরনের সহযোগিতা করতে চাই।বাঁধা ঠেলে এগিয়ে যাওয়ার স্বপ্ন কুবির অদম্য আব্বাসের
সুনির্দিষ্ট স্থানে আব্বাসের দোকানের বিষয়ে তিনি বলেন, আমাদের রিসোর্স সীমিত থাকার কারনে আমরা কোনো কিছু করতে পারছি না। বিষয়টা সামাজিক দায়বদ্ধতার মধ্যে পড়ে। এ বিষয় নিয়ে আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলব।

Latest articles

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে টুঙ্গিপাড়ায় সমাধিতে বি.এন.সি.সি. সুন্দরবন রেজিমেন্টের শ্রদ্ধা

বঙ্গবন্ধুর ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) পক্ষ থেকে বঙ্গবন্ধুর সমাধিতে...

উদ্বোধন হলো “অমর একুশে গ্রন্থ কুটির-২০২৩”

রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের উদ্যোগে শুরু হলো চারদিন ব্যাপি "অমর একুশে গ্রন্থ কুটির-২০২৩"। আজ ১৮ই...

রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের উদ্যোগে সম্পন্ন হলো “এসপিএসএস & আর ফর ডাটা এনালাইসিস” ওয়ার্কসপ

রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের উদ্যোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তিন দিন ব্যাপি “এসপিএসএস & আর ফর...

বশেমুরবিপ্রবিতে কিশোরগঞ্জ ছাত্র কল্যাণ সমিতির নতুন নেতৃত্ব

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) কিশোরগঞ্জ স্টুডেন্ট'স এসোসিয়েশনের কমিটি...

More like this

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে টুঙ্গিপাড়ায় সমাধিতে বি.এন.সি.সি. সুন্দরবন রেজিমেন্টের শ্রদ্ধা

বঙ্গবন্ধুর ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) পক্ষ থেকে বঙ্গবন্ধুর সমাধিতে...

উদ্বোধন হলো “অমর একুশে গ্রন্থ কুটির-২০২৩”

রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের উদ্যোগে শুরু হলো চারদিন ব্যাপি "অমর একুশে গ্রন্থ কুটির-২০২৩"। আজ ১৮ই...

রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের উদ্যোগে সম্পন্ন হলো “এসপিএসএস & আর ফর ডাটা এনালাইসিস” ওয়ার্কসপ

রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের উদ্যোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তিন দিন ব্যাপি “এসপিএসএস & আর ফর...