34 C
Bangladesh
শুক্রবার, সেপ্টেম্বর ১৩, ২০২৪

বেরোবিতে স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরু কাল

পাবলিক বিশ্ববিদ্যালয়বেরোবিতে স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরু কাল
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ক্লাস শুরু হবে আগামীকাল রবিবার। এ দিন সকাল ১০টা থেকে নিজ নিজ বিভাগ নবীন শিক্ষার্থীদের বরণ করে নেবে।
কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্য সচিব কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত মাসের ১৩ আগস্ট (রবিবার) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় ৩ সেপ্টেম্বর (রবিবার) প্রথম বর্ষের ক্লাস শুরুর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে প্রত্যেক বিভাগকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে।
এদিকে র‌্যাগিং দমনে কঠোর অবস্থানে রয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। যেকোনো ধরনের অনাখাঙ্খিত ঘটনা এড়াতে প্রক্টরিয়াল টিম সর্বদা  প্রস্তুত রয়েছে। কোনো শিক্ষার্থীকে র‌্যাগিং করার প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্টে এরই মধ্যে র‌্যাগিং প্রতিরোধে সচেতনতামূলক নির্দেশনা দিয়েছে প্রক্টরিয়াল বডি।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles