32 C
Bangladesh
বুধবার, জুলাই ২৪, ২০২৪

বেরোবি রেজিস্ট্রারের ঈদ বোনাস প্রায় দেড় লাখ

পাবলিক বিশ্ববিদ্যালয়বেরোবি রেজিস্ট্রারের ঈদ বোনাস প্রায় দেড় লাখ
চুক্তিভিত্তিক নিয়োগের শর্ত ভঙ্গ করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার প্রকৌশলী মোঃ আলমগীর চৌধুরীকে বকেয়াসহ ঈদের উৎসব ভাতা হিসেবে এক লাখ ৪৮ হাজার আটশত টাকা প্রদান করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।বেরোবি রেজিস্ট্রারের ঈদ বোনাস প্রায় দেড় লাখ টাকা
গেল রবিবার জনতা ব্যাংক, লালবাগ বাজার শাখায় পাঠানো উৎসবভাতার ইনভয়েস থেকে এই তথ্য জানা গেছে। এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ট্রেজারার প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদ স্বাক্ষর করেছেন।বেরোবি রেজিস্ট্রারের ঈদ বোনাস প্রায় দেড় লাখ টাকা
 বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের হিসাব দপ্তরের বেতন, বিল ও পেনশন শাখা। তথ্যসূত্রে জানা যায়, সার্চ কমিটির সুপারিশে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ৮৪তম সভার সিদ্ধান্ত অনুযায়ী ২০১৫ সালে অবসরে যাওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রধান প্রকৌশলী মোঃ আলমগীর চৌধুরীকে নিয়োগ দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।বেরোবি রেজিস্ট্রারের ঈদ বোনাস প্রায় দেড় লাখ টাকা
২৪ জানুয়ারি (২০২২) তারিখে উপাচার্য প্রফেসর ড.মোঃ হাসিবুর রশীদ স্বাক্ষরিত রেজিস্ট্রারের নিয়োগপত্রে ২ নং শর্তে উল্লেখ রয়েছে জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী টাকা ৫৬,৫০০-৭৪,৪০০/- গ্রেড-৩এর সর্বশেষ ধাপ ৭৪,৪০০/- টাকা মূল বেতন এবং বাড়িভাড়া মূল বেতনের ৪০%, মোবাইল বিল ১৫০০/- টাকাসহ চুক্তিভিত্তিক নিয়োগকালে মাসিক সর্বসাকুল্যে ১,০৫,৬০৬/- টাকা প্রাপ্য হবেন।  ইহা ব্যতিত অন্য কোন ভাতাপ্রাপ্য হবেন না। বেরোবি রেজিস্ট্রারের ঈদ বোনাস প্রায় দেড় লাখ টাকা
উক্ত নিয়োগপত্র অনুযায়ী ৬ ফেব্রুয়ারি, ২০২২ তারিখে রেজিস্ট্রার হিসেবে যোগদান করেন আলমগীর চৌধুরী।বেরোবি রেজিস্ট্রারের ঈদ বোনাস প্রায় দেড় লাখ টাকা
গত রবিবার ব্যাংকে পাঠানো উৎসব ভাতার এডভাইসে দেখা যায়, রেজিস্ট্রারপ্রকৌশলী আলমগীর চৌধুরীকে ঈদ উল ফিতরের বকেয়া ভাতাসহ দুইটি ভাতাবাবদ এক লাখ ৪৮ হাজার আটশত টাকা প্রদান করা হয়েছে। যা তাঁর নিয়োগপত্রের ২ নং শর্তের স্পষ্ট লঙ্ঘন।বেরোবি রেজিস্ট্রারের ঈদ বোনাস প্রায় দেড় লাখ টাকা
এছাড়াও আর্থিক বিধি অনুসারে কোন চাকুরিজীবীকে বকেয়া ভাতা প্রদানের কোন সুযোগ নেই। নিয়োগের শর্ত ভঙ্গ করে অনিয়মের মাধ্যমে বকেয়াসহ উৎসবভাতা পাওয়ার কথা স্বীকার করেছেন রেজিস্ট্রার আলমগীর চৌধুরী।বেরোবি রেজিস্ট্রারের ঈদ বোনাস প্রায় দেড় লাখ টাকা
 ৮৪তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী এই ভাতা পাবেন না উল্লেখ করা হলে তিনি বলেন, উপাচার্যের প্রশাসনিক অনুমোদনের মাধ্যমে এটি দেয়া হয়েছে।বেরোবি রেজিস্ট্রারের ঈদ বোনাস প্রায় দেড় লাখ টাকা
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের অর্থ পরিচালক মোঃ শাহ আলম স্বাক্ষরিত গত ২৪ মে, ২০২২ তারিখের পরিপত্রে বলা হয়েছে- সরকারি বিধি অনুযায়ী চুক্তিভিত্তিক নিয়োগকৃত বিশ্ববিদ্যালয়/সরকারি চাকুরী হতে অবসরপ্রাপ্ত শিক্ষক/কর্মকর্তাগণ যে প্রতিষ্ঠান হতে অবসর উত্তর পেনশন গ্রহণ করেছেন সেই প্রতিষ্ঠান হতেই বার্ষিক উৎসব ও নববর্ষ ভাতা গ্রহণ করবেন।বেরোবি রেজিস্ট্রারের ঈদ বোনাস প্রায় দেড় লাখ টাকা
এক্ষেত্রে নিয়োগকৃত প্রতিষ্ঠান হতে উৎসব ও নববর্ষ ভাতা প্রদানের সুযোগ নেই। যদি না অবসর গ্রহণকারী প্রতিষ্ঠান হতে এ মর্মে প্রত্যয়ন প্রদান করে যে, তিনি উক্ত প্রতিষ্ঠান হতে উৎসব ও নববর্ষ ভাতা গ্রহণ করেন না। সে ক্ষেত্রে পূর্বের প্রতিষ্ঠানে প্রাপ্ত বার্ষিক উৎসব ও নববর্ষ ভাতার সমপরিমাণ অর্থ ভাতা হিসেবে প্রাপ্য হবেন। বেরোবি রেজিস্ট্রারের ঈদ বোনাস প্রায় দেড় লাখ টাকা
এই নির্দেশনা মোতাবেক কোনভাবেই তিনি
এক লাখ ৪৮ হাজার আটশত গ্রহণ করতে পারেন না। এ ব্যাপারে যোগাযোগ করা হলে ইউজিসির অর্থ পরিচালক মোঃ শাহ আলম বলেন, চুক্তিভিক্তিক নিয়োগে কোনভাবেই উৎসব ভাতা পাবেন না। এটা যদি করা হয়ে থাকে তাহলে অবশ্যই সেটা বেআইনী এবং বড় ধরণের অার্থিক অনিয়ম বলে গণ্য হবে।বেরোবি রেজিস্ট্রারের ঈদ বোনাস প্রায় দেড় লাখ টাকা
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্যই এর আগে চুক্তিতে নিয়োগপ্রাপ্ত রেজিস্ট্রারের দায়িত্ব থাকা মোস্তফা কামালের উৎসব ভাতা বন্ধ করেছিলেন। অথচ অনিয়ম করে জনাব চৌধুরীকে একইসাথে দু’টি উৎসব ভাতা প্রদান করলেন।বেরোবি রেজিস্ট্রারের ঈদ বোনাস প্রায় দেড় লাখ টাকা
এসব বিষয়ে উপাচার্য প্রফেসর ড. মোঃ
হাসিবুর রশীদের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোনে কোন বক্তব্য দেবেন না বলে জানান। এর পর তাঁর দপ্তরে গেলেও তিনি দেখা করতে পারবেন না বলে জানিয়েছেন।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles