37.3 C
Bangladesh
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১২, ২০২৪

ব্রেন ইনফেকশন কেড়ে নিলো জবি শিক্ষার্থীর প্রাণ

পাবলিক বিশ্ববিদ্যালয়ব্রেন ইনফেকশন কেড়ে নিলো জবি শিক্ষার্থীর প্রাণ
ব্রেন ইনফেকশন জনিত কারণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তার নাম আঞ্জুমান আরা সুখী। সুখী বাংলা বিভাগের স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন।ব্রেন ইনফেকশন কেড়ে নিলো জবি শিক্ষার্থীর প্রাণ
বুধবার  (২৬ অক্টোবর) রাতে  ৩.১১ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে (ঢামেকে) তার মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তার সহপাঠী ও আত্নীয়রা। ব্রেন ইনফেকশন কেড়ে নিলো জবি শিক্ষার্থীর প্রাণ
তারা জানান, আঞ্জুমান আরা সুখী বেশ কিছুদিন যাবৎ অসুস্থ ছিলো। পরবর্তীতে পেটে ব্যথা ও সর্দি নিয়ে ১৫ অক্টোবর হাসপাতালে ভর্তি হয়। তবে চিকিৎসারত ডাক্তার নির্দিষ্ট করে রোগ চিহ্নিত করতে পারেনি বলে জানান তিনি।ব্রেন ইনফেকশন কেড়ে নিলো জবি শিক্ষার্থীর প্রাণ
সুখী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের (২০১৭-১৮) শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেউতা গ্রামে। পরিবারের প্রথম সন্তান তিনি। তার পিতার নাম আব্দুল আউয়াল খান। ব্রেন ইনফেকশন কেড়ে নিলো জবি শিক্ষার্থীর প্রাণ
এবিষয়ে বিভাগীয় চেয়ারম্যান পারভীন আক্তার জেমী বলেন, সুখী খুব ভালো একজন মানুষ ছিলো। সবার প্রিয়। হঠাৎ করেই আমাদের ছেড়ে গেলো। আমরা শোকসন্তোপ পরিবারের সাথে যোগাযোগ করেছি।ব্রেন ইনফেকশন কেড়ে নিলো জবি শিক্ষার্থীর প্রাণ
শোক প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক ড.আইনুল ইসলাম বলেন, সকালে জানতে পারলাম এক শিক্ষার্থী মারা গেছে। আমরা পরিবারের সাথে কথা বলার চেষ্টা করছি।
ব্রেন ইনফেকশন কেড়ে নিলো জবি শিক্ষার্থীর প্রাণ
শোক প্রকাশ করে প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল বলেন, সকালে খবরটি শুনলাম। ফ্যামিলির সাথে যোগাযোগ করার চেষ্টা করছি। ব্রেন ইনফেকশন কেড়ে নিলো জবি শিক্ষার্থীর প্রাণ
এদিকে শোকের মাতম বয়ে চলেছে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে। শোক প্রকাশ করছেন সুখীর সহপাঠী ও স্বজনরা। ফেসবুকে কেউ সুখীর হয়ে সকলের কাছে ক্ষমা চাচ্ছেন আবার কেউ স্মৃতি চারণ করছেন।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles