32 C
Bangladesh
বৃহস্পতিবার, জুলাই ২৫, ২০২৪

ভর্তি ও নিয়োগে বাধ্যতামূলক হবে ডোপ টেস্টঃ খুবি উপাচার্য 

পাবলিক বিশ্ববিদ্যালয়ভর্তি ও নিয়োগে বাধ্যতামূলক হবে ডোপ টেস্টঃ খুবি উপাচার্য 

খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) ক্যাম্পাস মাদকমুক্ত রাখতে ইতোমধ্যে এমাদকবিরোধী কমিটি গঠন করেছে খুবি কর্তৃপক্ষ। এদিকে, আগামী শিক্ষাবর্ষ থেকে শিক্ষার্থী ভর্তি ও শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগে ডোপ টেস্টের প্রত্যয়ন বাধ্যতামূলক করার চিন্তা করছে খুবি কর্তৃপক্ষ। সোমবার (২৬ সেপ্টেম্বর) খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালকের দপ্তর (ডিএসএ) ও শিক্ষার্থীদের স্বেচ্ছায় রক্তদানের সংগঠন বাঁধন এর আয়োজনে ক্যাম্পাসে মাদকবিরোধী শোভাযাত্রা শেষে এ কথা বলেন খুবি উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।

আরো পড়ুন:  সফলতার ৯ম বর্ষে বেরোবিসাস

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘মাদক হচ্ছে সভ্যতার অন্তরায়। নানা রকম হতাশা, এডভেঞ্চার থেকে মাদকাসক্ত হয়। খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মাদকমুক্ত রাখতে ইতোমধ্যে একটি মাদকবিরোধী কমিটি গঠন করা হয়েছে। আগামী শিক্ষাবর্ষ থেকে ডোপ টেস্টের মাধ্যমে শিক্ষার্থী ভর্তির চিন্তা-ভাবনা রয়েছে।

আরো পড়ুন:  কুবির ফয়জুন্নেছা হলের প্রভোস্ট হলেন জিল্লুর রহমান

শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগের প্রাক্কালে তাদেরকে ডোপ টেস্টের প্রত্যয়ন বাধ্যতামূলক করার বিষয়টিও ভাবা হচ্ছে। গঠিত সংশ্লিষ্ট কমিটির সুপারিশের ভিত্তিতে যথাযথ কর্তৃপক্ষের সভায় বিষয়টি উপস্থাপন করা হবে।’

Check out our other content

Check out other tags:

Most Popular Articles