28 C
Bangladesh
বুধবার, জুলাই ২৪, ২০২৪

শিক্ষা দিবসে নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ 

পাবলিক বিশ্ববিদ্যালয়শিক্ষা দিবসে নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ 
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে
রবিবার (১৭ সেপ্টেম্বর) শিক্ষা দিবস উপলক্ষে নবীন শিক্ষার্থীদের মধ্যে শিক্ষ্যা সামগ্রী বিতরণ করেন  সাধারণ শিক্ষার্থীরা। এসময় নবীন শিক্ষার্থীদের হাতে খাতা কলম তুলে দেয় শিক্ষার্থীরা।
এসময় কর্মসূচীর আয়োজক জয় মোড়ল বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড,জাতিকে শক্তিশালী করতে শিক্ষার বিকল্প নেই,নিজেদের সুশিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে, শিক্ষার আলো দিয়ে সমাজের অন্ধকার দূর করতে হবে। তিনি আরও বলেন, তোমাদের কলম হোক শোষণ মুক্তির হাতিয়ার।
শিক্ষা সামগ্রী পেয়ে আনন্দিত এক শিক্ষার্থী বলেন, আমরা র‍্যাগিং মুক্ত ক্যম্পাস পেয়ে খুবই খুশি, আমাদের সিনিয়ররাও অনেক আন্তরিক। আর শিক্ষা দিবসে এমন উপহার পেয়ে আমরা প্রফুল্লচিত্তে নিজেদের মেলে ধরবো এই ক্যম্পাসে।
শিক্ষা সামগ্রীর সাথে নবীন শিক্ষার্থীদের মিষ্টি মুখ করান আয়োজকরা।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles