সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে প্রত্নতাত্ত্বিক গবেষণা করতে অনুদান পেয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রত্নতত্ত্ব বিভাগের চেয়ারম্যান ড. মুহাম্মদ সোহরাব উদ্দিন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব শরীফ নজরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানা গেছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অনুদান পেলেন কুবি শিক্ষক
জানা যায়, ২০২১-২২ অর্থবছরে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের গবেষণা অনুদান খাত থেকে ‘বাংলায় আবিষ্কৃত টেরাকোটা ফলকের আলোকে প্রাচীন বাংলার সামাজিক-সাংস্কৃতিক অবস্থার প্রতিফলন (৪র্থ থেকে ১৩ শতক)’ বিষয়ে গবেষণার জন্য এ অনুদান দেওয়া হয়। তিন বছর মেয়াদী এ গবেষণা প্রকল্পে প্রধান গবেষক হিসেবে কাজ করবেন ড. মুহাম্মদ সোহরাব উদ্দিন। পাশাপাশি সহযোগী গবেষক হিসেবে থাকবেন বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক শারমিন রেজোয়ানা। গবেষণার জন্য প্রথম পর্যায়ে ৮ লক্ষ টাকার অনুদান দেয়া হবে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অনুদান পেলেন কুবি শিক্ষক
গবেষণা অনুদান প্রাপ্তির বিষয়টিকে গর্বের মনে করছেন ড. মুহাম্মদ সোহরাব উদ্দিন। তিনি বলেন, শিক্ষাদানের পাশাপাশি গবেষণা করার দায়িত্ব আছে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের। বিশ্ববিদ্যালয়ের কাজ শিক্ষক-ছাত্র মিলে নতুন জ্ঞান সৃষ্টি করা। প্রত্নতত্ত্বের গবেষণায় লোকবল ও আর্থিক সঙ্গতি প্রয়োজন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে এটিই আমাদের প্রথম কোন অনুদান পাওয়া। এ ধরনের অনুদান ছাত্র-শিক্ষকদের গবেষণায় অণুপ্রাণিত করবে।