31 C
Bangladesh
শনিবার, জুলাই ২৭, ২০২৪

সনাতন বিদ্যার্থী সংসদ, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

পাবলিক বিশ্ববিদ্যালয়সনাতন বিদ্যার্থী সংসদ, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
সনাতন বিদ্যার্থী সংসদ, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে বৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে আজ।
 রোজ শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৯:৩০ থেকে ১১টা পর্যন্ত বৃত্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হয়।
পরীক্ষায় অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের একাংশ। এর আগে বরিশাল বিশ্ববিদ্যালয়ে সনাতনী শিক্ষার্থীদের জন্য এই ধরনের বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়নি বলে জানা গেছে। এই প্রথম সনাতন বিদ্যার্থী সংসদ এর কেন্দ্রীয় সভাপতি “শ্রী কুশল বরণ চক্রবর্তীর” নির্দেশে বরিশাল বিশ্ববিদ্যালয়ে এই বৃত্তি পরীক্ষার উদ্যোগ গ্রহণ করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সনাতন বিদ্যার্থী সংসদ( সবিস) কমিটি।
সনাতন বিদ্যার্থী সংসদ, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি অপু কর্মকার এর ভাষ্য মতে এই বৃত্তি পরীক্ষায় ১৯৪ জন অংশগ্রহন করেন। এবং কিছু দিনের মধ্যেই ফলাফল প্রকাশ করবেন বলে জানান তিনি।
পরীক্ষা চলাকালীন কেন্দ্র পরিদর্শন করেন সনাতন বিদ্যার্থী সংসদ, ববি শাখার সভাপতি-১ অপু কর্মকার, সভাপতি-২ অরূপ সরদার, এবং সংগঠনটির সাধারণ সম্পাদক অনুপ মজুমদার সহ আরো অনেকেই।
উল্লেখ্য, সনাতন বিদ্যার্থী সংসদ এর কেন্দ্রীয় সভাপতি “শ্রী কুশল বরণ চক্রবর্তীর” নির্দেশে সারাদেশে এই বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles