29 C
Bangladesh
শনিবার, জুলাই ২৭, ২০২৪

সফলতার ৯ম বর্ষে বেরোবিসাস

পাবলিক বিশ্ববিদ্যালয়সফলতার ৯ম বর্ষে বেরোবিসাস
নানা প্রতিকূলতা পেরিয়ে ‘তথ্যই শক্তি’ এই স্লোগানকে ধারণ করে ২০১৪ সালের ২৬ অক্টোবর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (বেরোবিসাস। শত বাধা উপেক্ষা করে ৮ বর্ষ পূর্ণ শেষে ৯ম বছরে পদার্পণ করলো বেরোবি ক্যাম্পাস সাংবাদিকদের একমাত্র এই সংগঠনটি।সফলতার ৯ম বর্ষে বেরোবিসাস
সংগঠনটি বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে খুব অল্প সময়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও শুভাকাঙ্ক্ষীদের কাছে আস্থাভাজন হিসেবে জায়গা করে নিয়েছে। বিশ্ববিদ্যালয়ের নানা সমস্যা-সম্ভাবনা, দুর্নীতি, গৌরব, শিক্ষার্থীদের যৌক্তিক দাবিসমূহ ও বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরছেন সংগঠনটির সাংবাদিকরা। । সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে বেরোবিসাস কখনো পিছপা হয়নি। এছাড়া সৎ, দক্ষ ও নিষ্ঠাবান সাংবাদিক তৈরিতে ভূমিকা রাখছে সংগঠনটি।সফলতার ৯ম বর্ষে বেরোবিসাস
বেরোবিসাসের ৯ম বর্ষে পদার্পণ উপলক্ষে বুধবার (২৬ অক্টোবর) নানা আয়োজন করে সংগঠনটি। বেলা সাড়ে ১১ টায় ক্যাম্পাসে আনন্দ র‌্যালি ও কেক কাটা হয়। সমিতির সাধারণ সম্পাদক ইভান চৌধুরীর সঞ্চালনায় উপদেষ্টাগণ শুভেচ্ছা বক্তব্য দেন।সফলতার ৯ম বর্ষে বেরোবিসাস
এসময়উপস্থিতছিলেন,বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. হাসিবুর রশিদ, রেজিস্ট্রার প্রকৌশলী মোহাম্মদ আলমগীর চৌধুরী, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান ড. নজরুল ইসলাম, ওই বিভাগের প্রভাষক মাহামুদুল হক, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক নুরুজ্জামান খান, বহিরাঙ্গন কার্যক্রম দপ্তরের পরিচালক সাব্বির আহমেদ চৌধুরি ও জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ আলি।সফলতার ৯ম বর্ষে বেরোবিসাস
এছাড়া জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের সহকারী পরিচালক এহতারামুল হক, বেরোবি শাখা ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ুয়া ও সমিতির শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।সফলতার ৯ম বর্ষে বেরোবিসাস
বর্তমানে সংগঠনটির সদস্যরা দৈনিক কালের কণ্ঠ, সমকাল, আজকের পত্রিকা, মানবজমিন, ঢাকা পোস্ট, বার্তা২৪.কম, ভোরের কাগজ, খোলা কাগজ, প্রতিদিনের সংবাদ, ঢাকা টাইমস ইত্যাদি জাতীয় পত্রিকা ছাড়াও রংপুরের স্থানীয় দৈনিক বায়ান্নর আলো, দাবানল, যুগের আলো, পত্রিকার প্রিন্ট ও অনলাইন ভার্সনে কাজ করছেন সংগঠনটির সদস্যরা।সফলতার ৯ম বর্ষে বেরোবিসাস
উল্লেখ্য, সংগঠনটির প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক ছিলেন শাকিবুর রহমান শাহিন, যুগ্ম-আহ্বায়ক ছিলেন তপন কুমার রায় ও সদস্য ছিলেন সাইফুল ইসলাম।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles