27.6 C
Bangladesh
শুক্রবার, অক্টোবর ১১, ২০২৪

সড়ক দুর্ঘটনায় কুবির শিক্ষক-শিক্ষার্থী আহত

পাবলিক বিশ্ববিদ্যালয়সড়ক দুর্ঘটনায় কুবির শিক্ষক-শিক্ষার্থী আহত
কুমিল্লার ময়মনামতি জাদুঘরের সামনে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক-শিক্ষার্থী।
বুধবার (১১ মে) সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়-কোটবাড়ি সড়কের জাদুঘরের সামনে এ ঘটনা ঘটে। এতে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক আলি আহসান এবং প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী মো. ইমামুল হক সোহেল আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ক্যাম্পাসের দিক থেকে আসা দ্রুতগামী অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে ধাক্কা দেয় একটি মাইক্রোবাস। এতে অটোরিকশায় থাকা শিক্ষক আলি আহসান হাতে ও পেটে ব্যাথা পায় এবং  শিক্ষার্থী সোহলের ডান পায়ে ব্যাপক জখম হয়। পরে সোহেলকে তৎক্ষণাৎ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এছাড়া শিক্ষক আলি আহসান বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে আহত ইমামুল হক সোহেল বলেন, মাইক্রোবাসটি অটোরিকশাকে ওভারটে করতে গিয়ে ধাক্কা দেয়। এতে আমার পায়ে ব্যাপক জখম হয়। গাড়ি  চালকদের বেপরোয়ায় গতি ও অদক্ষতার কারণে আজকে আমি দুর্ঘটনা শিকার হয়েছি।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মাহবুবুল হক ভূইঁয়া বলেন, দূর্ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের চিকিৎসাবাবদ ক্ষতিপূরণ রেখে এবং ভবিষ্যতে এমন বেপরোয়া ভাবে গাড়ি চালাবে না এই শর্তে মুচলেকা নিয়ে অটোরিকশা ও মাইক্রোবাস ছেড়ে দেওয়া হয়।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles