37 C
Bangladesh
শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

ইবির হিসাববিজ্ঞান বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থীদের ইন্ডাস্ট্রিয়াল ট্যুর

পাবলিক বিশ্ববিদ্যালয়ইবির হিসাববিজ্ঞান বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থীদের ইন্ডাস্ট্রিয়াল ট্যুর
 কুষ্টিয়ার কিয়াম মেটাল কারখানার বিভিন্ন ইউনিট পরিদর্শন, পণ্য তৈরি-বিপনন প্রকৃয়ার প্রত্যক্ষ ধারণা পেতে প্রথমবারের মত ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের শিক্ষার্থীরা ‘ইন্ডাস্ট্রিয়াল ট্যুর’ করেছে। এছাড়াও স্বাধীনতা পূর্ববর্তী সময়ে গঠিত বাংলাদেশের ‘অস্থায়ী সরকার গঠন’ ঐতিহাসিক মুজিবনগর সফর করেন শিক্ষার্থীরা। ইবির হিসাববিজ্ঞান বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থীদের ইন্ডাস্ট্রিয়াল ট্যুর
বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) দিনব্যাপী ট্যুরের উদ্দেশ্যে সকাল ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহনে করে ব্যবসায় প্রশাসন অনুষদ ভবন চত্বর থেকে শিক্ষক-শিক্ষার্থীরা এ ইন্ডাস্ট্রিয়াল ট্যুরে বেরিয়ে পড়েন। ইবির হিসাববিজ্ঞান বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থীদের ইন্ডাস্ট্রিয়াল ট্যুর
এদিকে কিয়াম মেটাল পরিদর্শন শেষে আবারও কাঙ্খিত গন্তব্যের উদ্দেশে রওনা করেন শিক্ষার্থীরা। এসময় সকলের মাঝে বাধভাঙ্গা উল্লাস দেখা যায়। দুপুর ২টায় মুজিবনগর পৌঁছে মধ্যহ্নভোজ শেষে ঐতিহাসিক স্থানটি ঘুরে দেখেন শিক্ষার্থীরা। এসময় বিভাগের অধ্যাপক মো: আব্দুস শাহীন মিয়া, সহকারী অধ্যাপক শারমিন সুলতানা ও মো: শাহাবুব আলম উপস্থিত ছিলেন। পরে সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ক্যাম্পাসের উদ্দেশ্যে বাসটি রওনা করে। বিনোদন অনুরাগী শিক্ষার্থীরা বাসটিতে সাউন্ড সিস্টেম ও র‍্যাফেল ড্র এর ব্যবস্থা করে। ইবির হিসাববিজ্ঞান বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থীদের ইন্ডাস্ট্রিয়াল ট্যুর
এর আগে, কুষ্টিয়ার কিয়াম মেটালের অন্যতম ডিরেক্টর ও হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. মো: রুহুল আমিনের আমন্ত্রণে বিভাগটির বেশ কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থীরা মেটাল  কারখানাটি পরিদর্শন করেন।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles