০৪ জুন ২০২২, ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটে ভর্তি পরীক্ষায়, ভর্তি ইচ্ছুক সকল শিক্ষার্থীদের সহায়তায় ৭১’র চেতনা বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে হেল্পডেক্স, বিনামূল্যে মাস্ক বিতরণ, ফ্রি মেডিসিন সেবা প্রদান কার্যক্রম করা হয়।
৭১’র চেতনা সামাজিক, স্বেচ্ছাসেবী ও সাংস্কৃতিক সংগঠন এ বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার কার্যক্রম প্রশংসনীয়। প্রতি বছরের ন্যায় এবারেও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় স্বেচ্ছায় সংগঠন কর্মীরা সাধারণ মানুষের সেবার নিয়োজিত রয়েছে। আজ ঢাবি খ ইউনিটে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের জন্য হেল্প ডেক্স, বিনামূল্যে মাস্ক বিতরণ ও ফ্রি মেডিসিন সেবা দিয়ে সংগঠন কর্মীরা আত্মতৃপ্তি প্রকাশ করছে। বরিশাল বিশ্ববিদ্যালয় “খ ইউনিট” ভর্তি পরীক্ষায় ৭১’র চেতনা, ববি শাখার নানাবিধ কার্যক্রম
প্রোগ্রামে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আরমান তামিম, তিনি বলেন মানব সেবায় নিয়োজিত করে সংগঠন কে এগিয়ে নিতে সর্বোচ্চ চেষ্টা করবেন। সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরাব হোসেন কার্যক্রমের যাবতীয় বিষয়ে তদারকি করেছেন। প্রোগ্রামে নেতৃত্বে ছিলেন সাংগঠনিক সম্পাদক মোঃ রেদওয়ানুর হক শুভ, তিনি বলেন একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আমাদের যে দায়বদ্ধতা আছে, যা করনীয় আছে তারই বাস্তবায়নে ৭১’র চেতনা সংগঠনটি একটি উন্মুক্ত প্লাটফর্ম। আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে সংগঠনের কার্যক্রম কে সচল রাখতে কাজ করে যাবো। বরিশাল বিশ্ববিদ্যালয় “খ ইউনিট” ভর্তি পরীক্ষায় ৭১’র চেতনা, ববি শাখার নানাবিধ কার্যক্রম
উপস্থিত পাঠচক্র বিষয়ক সম্পাদক উম্মে তাজরিন ফারিয়াল বলেন লেখাপড়ার পাশাপাশি আমাদের সাংগঠনিক হতে হবে। উপস্থিত সক্রিয় সদস্য আহানাফলাম বলেন ৭১’র চেতনার সুনাম সারাদেশ ব্যাপি ছড়িয়ে পরবে এসব কার্যক্রমের মাধ্যমে। প্রোগ্রামে আরো বিশ্ববিদ্যালয়ের দশম ব্যাচের নবীন শিক্ষার্থীদের মধ্যে মোঃ রাসেল, মরিয়ম আক্তার, মোঃ ইউসুফ আলম, মোঃ রাকিবুল ইসলাম, মোঃ নুরে আলম সহ অনেকে উপস্থিত ছিলেন। নবীন শিক্ষার্থীরা সংগঠনে মহৎ উদ্যোগে অনুপ্রাণিত হয়েছেন। বরিশাল বিশ্ববিদ্যালয় “খ ইউনিট” ভর্তি পরীক্ষায় ৭১’র চেতনা, ববি শাখার নানাবিধ কার্যক্রম
ভর্তি পরীক্ষার্থীরা যারা মানিব্যাগ, মোবাইল, ফাইল, হাতঘড়ি ও ব্যাগ জমা রেখেছিলেন এবং পরীক্ষা শেষ সুষ্ঠ ভাবে সব কিছু বুঝিয়ে দেওয়া হয়েছে।