কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অধ্যয়নরত সিলেট বিভাগের শিক্ষার্থীদের সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশনে নবীনবরন অনুষ্ঠিত হয়েছে৷
বৃহস্পতিবার (১০নভেম্বর) দুপুর ২ টায় বিজ্ঞান অনুষদের কনফারেন্স রুমে এ আয়োজন করা হয়৷ এতে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরুস্কার বিতরণ ও নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।কুবির জালালাবাদ অ্যাসোসিয়েশনে নবীনবরণ অনুষ্ঠিত
সংগঠনটির সাধারণ সম্পাদক সাইদুল আলমের সঞ্চালনায় ও সভাপতি কাজী সাকিবুর রহমানের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হাসেনা বেগম, শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ৷ এছাড়াও সংগঠনের সাবেক ও বর্তমান সদস্যবৃন্দ।কুবির জালালাবাদ অ্যাসোসিয়েশনে নবীনবরণ অনুষ্ঠিত
হাসেনা বেগম বক্তব্যে বলেন, সিলেটের আমরা যারা আছি তারা একসাথ হলে কথা বলতে পারি৷ ভাবের বিনিময় হয়৷ এখানে আসলে আমি মাটি, মা, জল এগুলোর স্পর্শটা পাই৷ এখানে এসে দম ফেলা বা নিশ্বাস নিতে পারি৷ কুবির জালালাবাদ অ্যাসোসিয়েশনে নবীনবরণ অনুষ্ঠিত
নবীন শিক্ষার্থীদের উদ্দ্যেশ্যে তিনি বলেন, আপনারা যারা কষ্ট করে এখানে চান্স পেয়েছেন তারা এখন বিশ্ববিদ্যালয় ও সমাজের কাছে দায়বদ্ধ৷ আপনাদেরকে সমাজ ও দেশের জন্যও কাজ করতে হবে৷ এজন্য আগে নিজেকে সফল করতে হবে৷