30.1 C
Bangladesh
শুক্রবার, অক্টোবর ১১, ২০২৪

ক্যান্সারে আক্রান্ত হয়ে বশেমুরবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু

বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ক্যান্সারে আক্রান্ত হয়ে বশেমুরবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু

ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিহাদ হোসেন নামে এক শিক্ষার্থী মৃত্যুবরণ করেছেন। মৃত্যুবরণকারী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়টির কৃষি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

আরো পড়ুন:  অষ্ট্রেলিয়ার প্রেসিডেন্ট স্কলারশিপ পেলেন বশেমুরবিপ্রবি শিক্ষার্থী

সহপাঠীদের সূত্র জানা যায়, প্রায় দুই মাস আগে জিহাদ হোসেনের ব্লাড ক্যান্সার শনাক্ত হয়। পরবর্তীতে তাকে উন্নত চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ (সোমবার) জিহাদ হোসেন মৃত্যুবরণ করেন।

আরো পড়ুন:  নোবিপ্রবি ও তুলা উন্নয়ন বোর্ডের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর

এ বিষয়ে বশেমুরবিপ্রবির প্রক্টর ড. রাজিউর রহমান বলেন, ‘আমি তার মৃত্যুর সংবাদটি তার সহপাঠীদের মাধ্যমে জেনেছি এবং তার পরিবারের সদস্যদের সাথে যোগাযোগের চেষ্টা করছি।’

Check out our other content

Check out other tags:

Most Popular Articles