30 C
Bangladesh
সোমবার, জুন ২৪, ২০২৪

গোপালগঞ্জ জেলার শ্রেষ্ঠ রোভার শিক্ষক হলেন বশেমুরবিপ্রবি শিক্ষক

বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গোপালগঞ্জ জেলার শ্রেষ্ঠ রোভার শিক্ষক হলেন বশেমুরবিপ্রবি শিক্ষক

জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০২২ উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় গোপালগঞ্জ জেলার শ্রেষ্ঠ রোভার শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো: মজনুর রশিদ।

আরো পড়ুন:  নোবিপ্রবির পরিসংখ্যান বিভাগে চালু হলো স্নাতকোত্তর 

গোপালগঞ্জের জেলা শিক্ষা অফিসার এবং জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ এর গোপালগঞ্জ জেলা কমিটির সদস্য সচিব মুহাম্মদ সিদ্দিকুল ইসলাম সাক্ষরিত এক চিঠির মাধ্যমে গতকাল (২৪ মে,২০২২) এ তথ্য জানানো হয়।

আরো পড়ুন:  বশেমুরবিপ্রবিতে ৮টি অনুষদ,৩৩ টি বিভাগ, ১১,১৯৮ জন শিক্ষার্থী, অধ্যাপক রয়েছেন মাত্র ১ জন

এ বিষয়ে নিজের অনুভূতি প্রকাশ করে মো: মজনুর রশিদ বলেন, ‘বিষয়টি আমার জন্য অবশ্যই আনন্দের। আমার লক্ষ্য থাকবে সেবার মোটো নিয়ে বশেমুরবিপ্রবি রোভার গ্রুপ ও গোপালগঞ্জ জেলা রোভার গ্রুপকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া এবং গোপালগঞ্জ জেলাকে শতভাগ রোভারিং জেলা হিসেবে গড়ে তোলা।’

আরো পড়ুন:  পবিপ্রবিতে সার ব্যবস্থাপনা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

প্রসঙ্গত, ইতোপূর্বে মো: মজনুর রশিদ ২০১৯-২০ এ ঢাকা বিভাগের শ্রেষ্ঠ রোভার সম্পাদক নির্বাচিত হয়েছিলেন।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles