নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ( নোবিপ্রবি) আশেপাশের এলাকার সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন লুমিনারির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (৮ সেপ্টেম্বর) নোবিপ্রবির সার্জেন্ট রুমী ভবনে এটি অনুষ্ঠিত হয়। শিশুদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা, কেক কাটা এবং পুরস্কার বিতরণীর মাধ্যমে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
লুমিনারির সভাপতি আশিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুমাইয়া পান্নার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবির ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ও লুমিনারির উপদেষ্টা শফিকুল আলম।
অনুষ্ঠানে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ১ম, ২য় এবং ২য় স্থান অর্জনকারীকে পুরস্কার প্রদান করা হয়। সবশেষে কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
লুমিনারির উপদেষ্টা সহকারী অধ্যাপক শফিকুল আলম বলেন, ‘এই সংগঠন নিয়ে আমার স্বপ্ন হলো সকলের সার্বিক সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের পাশে একটি লুমিনারি বিদ্যালয় প্রতিষ্ঠা করা যেখানে সুবিধাবঞ্চিত শিশুরা পড়াশোনা করতে পারবে।’
উল্লেখ্য, প্রতিটি শিশু মানুষ হোক আলোর ঝর্ণাধারায়”- এই স্লোগানকে সামনে রেখে ২০১৫ সালে যাত্রা শুরু করা “লুমিনারি” বিশ্ববিদ্যালয়ের আশেপাশের এলাকার সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে প্রতি শুক্রবার বিকেলে সাপ্তাহিক কার্যক্রম পরিচালনা করে। এসময় নিয়মিত পড়াশনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে। এছাড়া দেশপ্রেম, মুক্তিযুদ্ধ, সামাজিক সচেতনতা এবং সাম্প্রতিক বিষয়সমূহ শিশুদের শেখানো হয়। নোবিপ্রবির একঝাঁক তরুণ এবং উদ্যমী শিক্ষার্থী সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আলোয় আলোকিত করতে আট বছর যাবৎ প্রতি শুক্রবার কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।