24 C
Bangladesh
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৪

নোবিপ্রবির শিক্ষকরা কলেজের শিক্ষক হওয়ারও যোগ্য নয়: উপাচার্য 

বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়নোবিপ্রবির শিক্ষকরা কলেজের শিক্ষক হওয়ারও যোগ্য নয়: উপাচার্য 

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বিগত বছরগুলোতে বিশ্ববিদ্যালয়টির শিক্ষক নিয়োগে ব্যাপকহারে অনিয়মের অভিযোগ তুলেছেন বর্তমান উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে নোয়াখালী প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন নোবিপ্রবি উপাচার্য। তার বক্তব্যে তিনি উক্ত অভিযোগ তোলেন। তিনি বলেন, ওই সময়ে বিশ্ববিদ্যালয়ে যে সকল শিক্ষক নিয়োগপ্রাপ্ত হয়েছে তাদের অধিকাংশেরই কলেজের শিক্ষক হওয়ারও যোগ্যতা নাই। এটা বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত দূর্ভাগ্যের।

আরো পড়ুন:  বশেমুরবিপ্রবিতে ৮টি অনুষদ,৩৩ টি বিভাগ, ১১,১৯৮ জন শিক্ষার্থী, অধ্যাপক রয়েছেন মাত্র ১ জন

নোবিপ্রবি উপাচার্য আরও বলেন, আমাদের সমাজে এখন রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ঢুকে গেছে। এটি রোধ করতে সঠিক নিরপেক্ষ সাংবাদিকদের দায়িত্ব নিতে হবে।

আরো পড়ুন:  বশেমুরবিপ্রবিতে শিক্ষককে অপমান,প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালীর জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান ও পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম।

আরো পড়ুন:  বেরোবি উপাচার্যের বর্ষপূর্তি উদযাপন

এই ক্যাম্পাস/বিশ্ববিদ্যালয়

Check out our other content

Check out other tags:

Most Popular Articles