37.3 C
Bangladesh
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১২, ২০২৪

নোবিপ্রবির শিক্ষক সমিতির পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও শহীদ মিনারে শ্রদ্ধা

বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়নোবিপ্রবির শিক্ষক সমিতির পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও শহীদ মিনারে শ্রদ্ধা
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নব-নির্বাচিত শিক্ষক সমিতির পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানরে প্রতিকৃতি ও নোবিপ্রবি কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে।।
নোবিপ্রবির শিক্ষক সমিতির পক্ষ
আজ সোমবার (৯ জানুয়ারি ২০২২) এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে। এর মাধ্যমে নতুন কমিটির যাত্রা শুরু হলো। নোবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এস. এম মাহবুবুর রহমানের নেতৃত্বে নব-নির্বাচিত সদস্যবৃন্দ ও বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ এতে অংশগ্রহণ করেন।
নোবিপ্রবির শিক্ষক সমিতির পক্ষ
শ্রদ্ধা নিবেদন শেষে নব-নির্বাচিত শিক্ষক সমিতির পক্ষ থেকে উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল বাকীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম নোবিপ্রবি শিক্ষক সমিতির নব-নির্বাচিত সবাইকে অভিনন্দন জানান ও শুভেচ্ছা জ্ঞাপন করেন। এসময় আরও উপস্থিত ছিলেন, নোবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল বাকী, শিক্ষক সমিতির নব-নির্বাচিত সভাপতি অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এস. এম মাহবুবুর রহমান সহ নব-নির্বচিত কমিটির সদস্যবৃন্দ ও বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles