32.1 C
Bangladesh
মঙ্গলবার, অক্টোবর ২২, ২০২৪

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) প্রতিষ্ঠাবার্ষিকী ২০২২ উদযাপন করা হয়েছে। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
শুক্রবার (১৫ জুলাই) সকাল ১০টায় প্রশাসনিক ভবনের সামনে কেক কেটে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম। এদিন অন্যান্য অনুষ্ঠানের মধ্যে ছিল উদ্বোধনী ঘোষণা, শোভাযাত্রা ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ।নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক নিবেদন শেষে সংক্ষিপ্ত বক্তৃতা করেন উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম। বক্তৃতায় তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর ঐকান্তিক চেষ্টায় ২০০১ সালে মহান সংসদে এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আইন পাস হয়। এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় বর্তমান প্রধানমন্ত্রীর উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। তিনি না হলে নোয়াখালীতে এ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা হতো না। আমরা তাই প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের মধ্য দিয়ে সে অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণ করছি। বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় অনেকে বাড়িতে রয়েছেন তাই আমরা নির্ধারিত তারিখেই সীমিত পরিসরে দিবসটি উদযাপন করছি। তবে শিক্ষার্থীদের দাবীর প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় খোলার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বড় পরিসরে প্রোগ্রাম করার বিষয়টি বিবেচনা করবে। প্রতিষ্ঠাবার্ষিকীর এদিনে আমি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও ভৌত অবকাতঠামোগত উন্নয়নসহ কার্যক্রমের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করি’।নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
এসময় উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর,ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন ড. এস এস মাহবুবর রহমান,ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক বিপ্লব মল্লিক,নোবিপ্রবি রেজিস্ট্রার (অ.দা) মো.জসিম উদ্দীন,অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন পলাশসহ,বিভিন্ন অনুষদের ডীন, ইন্সটিটিউটের পরিচালক, হলের প্রভোস্ট, প্রমুখ।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles