31 C
Bangladesh
শনিবার, জুলাই ২৭, ২০২৪

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘এ’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 'এ' ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
দেশের ২২ টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সমন্বিত গুচ্ছ পদ্ধতিতে ২০২১-২০২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের (বিজ্ঞান বিভাগ) ভর্তি পরীক্ষা ৩০ জুলাই ( শনিবার) সারাদেশে একযোগে অনুষ্ঠিত হয়েছে।  আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট গ্রুপের সর্বাত্মক সহযোগিতায় খুব আনন্দপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে আমাদের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে।পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘এ’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
উৎসবমুখর পরিবেশে  দুপুর ১২ টা থেকে ১ টা পর্যন্ত “এ” ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। জনসংযোগ ও প্রকাশনা বিভাগের এক প্রেস বিজ্ঞপ্তির তথ্য মতে, ভর্তিচ্ছু শিক্ষার্থীদের উপস্থিতিও ছিলো সন্তোষজনক। পবিপ্রবির কেন্দ্রে প্রায় ৯৬ শতাংশ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘এ’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
ভর্তি পরীক্ষা শুরু হলে উপাচার্য প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত হলসমূহ পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, পরীক্ষায় কোনো প্রকার বিচ্ছিন্ন ঘটনা  ঘটেনি। বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক এবং কর্মচারীবৃন্দের সহযোগিতায় ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে।পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘এ’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
ভর্তি পরীক্ষার্থী ফজলে রাব্বি বলেন,পরীক্ষার পরিবেশ আশানুরূপ  ছিল, শিক্ষকরাও অনেক আন্তরিক ছিলেন।তবে শর্ট সিলেবাস হলেও প্রশ্ন সব জায়গা থেকে আসছে। পরীক্ষা ভালো হয়েছে, সবগুলো প্রশ্ন দাগানোর চেষ্টা করেছি।পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘এ’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
ভর্তিচ্ছু শাহরিয়ার সিয়াম বলেন,প্রথমে হলে ঢুকার পর একটু ভয় লাগছিলো তারপর  শিক্ষকরা  নির্দেশনা দিলো কিভাবে ওএমআর পূরণ করতে হবে। তবে গাণিতিক প্রশ্ন  বেশি ছিল কিন্ত ক্যাকুলেশনের জন্য  গভীরে যেতে হয় নি। টাইম ম্যানেজমেন্টে একটু সমস্যা হয়েছে।পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘এ’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
উল্লেখ্য, আগামী ১৩ আগষ্ট  ‘বি’ ইউনিট (মানবিক) এবং ২৭ আগষ্ট ‘সি’ ইউনিটের (বানিজ্য) ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles