গত ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন করেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আরএ উপলক্ষে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ করেছে বিশ্ববিদ্যালয়টির আওয়ামীপন্থী শিক্ষক সংগঠন নীল দল। পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে নোবিপ্রবিতে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ
আজ সোমবার (২৭ জুন) বেলা আড়াইটায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই র্যালি অনুষ্ঠিত হয়। র্যালি শেষে উপস্থিত সবার মাঝে মিষ্টি বিতরণ করা হয়।পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে নোবিপ্রবিতে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, আইআইএসের পরিচালক ড. ফিরোজ আহমেদ, নীল দলের সভাপতি ড. আনিসুজ্জামান রিমন, সাধারণ সম্পাদক ড. মো. রফিকুল ইসলামসহ সংগঠনটির সদস্যরা।