38 C
Bangladesh
শনিবার, এপ্রিল ২০, ২০২৪

পবিপ্রবি ইকো নেটওয়ার্কের প্যানেল মেম্বারদের ব্যাচ প্রদান

বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়পবিপ্রবি ইকো নেটওয়ার্কের প্যানেল মেম্বারদের ব্যাচ প্রদান
ইকো নেটওয়ার্ক পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(পবিপ্রবি) টিমের প্যানেল মেম্বারদের ব্যাজ ও টি-শার্ট প্রদান করা হয়েছে।পবিপ্রবি ইকো নেটওয়ার্কের প্যানেল মেম্বারদের ব্যাচ প্রদান
শুক্রবার(৫ই আগস্ট) পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইকো নেটওয়ার্কের মাসিক সাধারণ সভা এবং প্যানেল মেম্বার মিটিং অনুষ্ঠিত হয় । এসময় ইকো নেটওয়ার্ক পবিপ্রবি টিমের প্যানেল মেম্বারদের কাজের সম্মাননা স্বরুপ নিজস্ব পরিচিতি ব্যাজ এবং টি-শার্ট প্রদান করা হয়।পবিপ্রবি ইকো নেটওয়ার্কের প্যানেল মেম্বারদের ব্যাচ প্রদান
ব্যাজ প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যাম্পাস এম্বাসেডর তৈমুর রহমান তামিম ও আফিয়া তাহমিন জাহিন,হেড অফ পাবলিকেশন নাফিসা মেহজাবিন, হেড অফ প্রেস মোঃ জান্নাতীন নাঈম জীবন,হেড অফ ভলান্টিয়ার ইনচার্জ মোঃ ফারদিন হাসান,ডেপুটি হেড অফ ভলান্টিয়ার ইনচার্জ মোঃ শেখ সাদিউল ইসলাম তানভীর,ডেপুটি হেড অফ মিডিয়া অমিত পাল,ডেপুটি হেড অফ ইভেন্ট ম্যানেজমেন্ট রেদোয়ান রিওন। এছাড়াও অন্যান্যসদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।পবিপ্রবি ইকো নেটওয়ার্কের প্যানেল মেম্বারদের ব্যাচ প্রদান
ইকো নেটওয়ার্ক বিশ্বের বিভিন্ন দেশে  জলবায়ু পরিবর্তনসহ  সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল অর্জনে কাজ করে আসছে।ইকো নেটওয়ার্ক পবিপ্রবি টিম ২০২০ সালের এপ্রিল যাত্রা শুরু করে।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles