29 C
Bangladesh
বৃহস্পতিবার, জুলাই ২৫, ২০২৪

বশেফমুবিপ্রবিতে অ্যাক্রেডিটেশন বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়বশেফমুবিপ্রবিতে অ্যাক্রেডিটেশন বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেফমুবিপ্রবি) ‘Training on Accreditation Process’ শীর্ষক  দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বশেফমুবিপ্রবিতে অ্যাক্রেডিটেশন বিষয়ে
সোমবার (০৯ জানুয়ারি) সকালে একাডেমিক ভবনের সম্মেলন কক্ষে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে শিক্ষকগণের জন্য এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
বশেফমুবিপ্রবিতে অ্যাক্রেডিটেশন বিষয়ে
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো কামরুল আলম খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বলেন, বর্তমানে বৈশ্বিক প্রেক্ষাপটে উচ্চশিক্ষায় অ্যাক্রেডিটেশন কার্যক্রম খুবই গুরুত্বপূর্ণ। এ কার্যক্রম অব্যাহত থাকলে বাংলাদেশে উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিতকরণের ক্ষেত্রে এক যুগান্তকারী পরিবর্তন আসবে।
বশেফমুবিপ্রবিতে অ্যাক্রেডিটেশন বিষয়ে
প্রশিক্ষণে মাননীয় উপাচার্য ‘Accreditation in Higher Education, Accreditation Rules & Standards বিষয়ে বক্তৃতা করেন।
বশেফমুবিপ্রবিতে অ্যাক্রেডিটেশন বিষয়ে
আইকিউএসির অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মুহম্মদ শাহজালালের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক (পরিসংখ্যান) জাহিদুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ বক্তব্য দেন। দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচিতে বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও শিক্ষকবৃন্দ অংশ নেন।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles