জামালপুরের মেলান্দহে অবস্থিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) শেখ রাসেল একাডেমীক ভবন এবং ক্যাফেটেরিয়ার উদ্বোধন করা হয়েছে। বশেফমুবিপ্রবিতে একাডেমিক ভবনের নামকরণ ও ক্যাফেটেরিয়ার উদ্বোধন
বিশ্ববিদ্যালয়ের স্বপ্নদ্রষ্টা, প্রতিষ্ঠাতা, বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির মাননীয় সভাপতি আলহাজ্ব মির্জা আজম, এমপি সোমবার (৩১ অক্টোবর) বিকেলে ক্যাফেটেরিয়াটির উদ্বোধন করেন। বশেফমুবিপ্রবিতে একাডেমিক ভবনের নামকরণ ও ক্যাফেটেরিয়ার উদ্বোধন
এ সময় মাননীয় উপাচার্য প্রফেসর ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ, ট্রেজারার মোহাম্মদ আবদুল মাননান, সম্মানিত সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. এ.এইচ.এম. মোস্তাফিজুর রহমান, রেজিস্ট্রার সৈয়দ ফারুক হোসেন, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক খান মো, অলিয়ার রহমান, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক কর্নেল (অব.) কাজী শরীফ উদ্দিন, প্রক্টর ( ভারপ্রাপ্ত) ড. এ.এইচ.এম. মাহবুবুর রহমান, ছয় বিভাগের চেয়ারম্যানবৃন্দ, কর্মকর্তা পরিষদের সভাপতি মির্জা আব্দুল হালিম, সাধারণ সম্পাদক মো. সাব্বির হোসেন, কর্মচারী পরিষদের সভাপতি মো. আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।