31 C
Bangladesh
শনিবার, জুলাই ২৭, ২০২৪

বশেমুরবিপ্রবিতে ইশা শাখা কর্তৃক ‘সম্মেলন ও ক্যারিয়ার ভাবনা’ অনুষ্ঠিত

বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়বশেমুরবিপ্রবিতে ইশা শাখা কর্তৃক 'সম্মেলন ও ক্যারিয়ার ভাবনা' অনুষ্ঠিত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে “ভারসাম্যপূর্ণ অর্থনীতি, কল্যাণমুখী রাজনীতি ও ইনসাফপুর্ণ রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় নীতির পরিবর্তন চাই” প্রতিপাদ্যকে কেন্দ্র করে ইসলামী ছাত্র আন্দোলন, বশেমুরবিপ্রবি শাখা কর্তৃক “বশেমুরবিপ্রবি সম্মেলন ‘২৩ ও ক্যারিয়ার ভাবনা” অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ জানুয়ারি) বশেমুরবিপ্রবি কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ সম্মেলনটি শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-শেখ ফজলুল করীম মারুফ, কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক, ইসলামী আন্দোলন বাংলাদেশ
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন -নূরুল বশর আজিজী,কেন্দ্রীয় সহ-সভাপতি, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-মুহাম্মাদ আল আমিন,কেন্দ্রীয় পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পাদক, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বশেমুরবিপ্রবির
সভাপতি মোঃ নুরুজ্জামান সরকার এর সভাপতিত্বে , সাধারন সম্পাদক মামনুল হাসান এড সঞ্চালনায় উক্ত সম্মেলন অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন:  নোবিপ্রবিতে দ্বিতীয় জাতীয় খাদ্য প্রযুক্তি ও পুষ্টি বিজ্ঞান শীর্ষক সেমিনার ২০২২ অনুষ্ঠিত

সভাপতি মোঃ নুরুজ্জামান সরকার বলেন,”আমরা খুবই সন্তুষ্ট যে আমাদের বিশ্ববিদ্যালয়ে মুক্ত রাজনীতি চর্চার স্বাধীনতা রয়েছে নইলে আজ আমরা এই সম্মেলনটি আয়োজন করতে পারতাম না।” এছাড়াও মাদকমুক্ত ক্যাম্পাস গড়ারও প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

প্রধান অতিথি বলেন,”আমরা ইসলামী আন্দোলন সবসময়ই মানুষ কল্যাণে কাজ করি এবং ইসলামী বিধান মেনে দেশে শান্তিপূর্ণ রাজনীতি চর্চার মাধ্যমে দেশের উন্নয়নে কাজ করি।”

আরো পড়ুন:  বশেমুরবিপ্রবি ইংরেজি বিভাগের নতুন চেয়ারম্যান হাবিবুর রহমান

সম্মেলন শেষে আগামী ২৩ সেশনের কমিটির উর্ধতন তিনজনের নাম ঘোষনা হয়। নবগঠিত কমিটিতে সভাপতি করা হয় মুহাম্মদ মাহমুদউল্লাহ মিলন,সহ সভাপতি মুহাম্মদ মামনুল হাসান ও সাধারণ সম্পাদক করা হয় মুহাম্মদ মঈনুদ্দিন খান সিফাতকে।

নবগঠিত সভাপতি মুহাম্মদ মাহমুদউল্লাহ মিলন বলেন, ‘আপনারা জানেন ইসলামী ছাত্র আন্দোলন প্রতিটি ক্যাম্পাসে আদর্শিক ও নিয়মতান্ত্রিক সুশৃঙ্খল ছাত্র রাজনীতির চর্চা করে।আমরা প্রতিটি শিক্ষার্থীকে বাঙালিয়ানা সংস্কৃতি ও ইসলামী চেতনায় উজ্জীবিত করে নৈতিকতা ও দক্ষতা সম্পন্ন জাতি তেরিতে কাজ করি।পাশাপাশি ক্যাম্পাসে উদ্ভুত শিক্ষা ও শিক্ষার্থীদের সকল ধরনের সমস্যা ও সংকটে পাশাপাশি থেকে তা সমাধান করে থাকি।’

আরো পড়ুন:  পবিপ্রবি'তে বাংলাদেশ স্কাউটস এর প্রামাণ্যচিত্র প্রদর্শন 

তিনি আরও বলেন,’আমরা আমাদের ক্যাম্পাসে শিক্ষার্থীদের যাবতীয় সমস্যা চিহ্নিত করে আগামীতে সবাইকে সাথে নিয়ে কাজ করবো ইনশাআল্লাহ।এক কথায় ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ তৈরীতে ছাত্র আন্দোলন কাজ করে যাবে। ক্যাম্পাসে সুষ্ঠু রাজনীতি এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার জন্য আমার বন্ধুপ্রতীম সকল রাজনৈতিক ছাত্র সংগঠন পাশাপাশি সামাজিক সংগঠন সহ সকলকে আহ্বান জানাই আসুন আমরা কাঁধে কাধ রেখে কাজ করি বশেমুরবিপ্রবিকে সুন্দর করে তুলি যাতে আগামী প্রজন্ম কে সুন্দর ক্যাম্পাস উপহার দিতে পারি।’

Check out our other content

Check out other tags:

Most Popular Articles