গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতীয় সংবিধান দিবস-২০২২ উপলক্ষে সেমিনার ও কুইজ প্রতিযাগিতা অনুষ্ঠিত হয়েছে।
- Advertisement -
জাতীয় সংবিধান দিবস উদযাপনের অংশ হিসেবে ২৯ নভেম্বর ২০২২ (মঙ্গলবার) সকাল ১১টায় আইন বিভাগের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ৫০১নং কক্ষে ‘সংবিধানের মূলনীতি: বঙ্গবন্ধুর রাজনৈতিক আদর্শ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
- Advertisement -
এসময় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন আইন অনুষদের ডিন এবং আইন বিভাগের সভাপতি ড. মো: রাজিউর রহমান, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ কিউ এম মাহবুব। প্রবন্ধ উপস্থাপক হিসেবে অনলাইনে সংযুক্ত ছিলেন বিজ্ঞ জেলা ও দায়রা জজ এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার এসকে. এম. তোফায়েল হাসান। সেমিনার সঞ্চালনা করেন আইন বিভাগের প্রভাষক নাহিদা ছিদ্দিকা নীলা। এছাড়া এসময় বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
- Advertisement -
প্রবন্ধ উপস্থাপক এসকে. এম. তোফায়েল হাসান বাংলাদেশের সংবিধান প্রণয়নের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরেন। তিনি বলেন, এই সংবিধানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক প্রজ্ঞা, বিচক্ষণতা ও গণতান্ত্রিক চেতনা ফুটে উঠেছে।এছাড়া এই সংবিধানে বাঙালি জাতির আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে।
- Advertisement -
প্রধান অতিথি প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুব বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু আমাদের দেশের জন্য একটি মানচিত্র উপহার দেননি, তিনি এ দেশের জন্য একটি সুন্দর সংবিধানও উপহার দিয়েছেন। জাতির পিতা প্রণিত সংবিধানের মূলনীতিসমূহ এদেশের ঐক্য, সমৃদ্ধি ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার চাবিকাঠি। তিনি তরুণ প্রজন্মকে জাতির পিতার আদর্শ ধারণ করে এদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান।
সেমিনারের সভাপতি ড. মো: রাজিউর রহমান ৪ নভেম্বরকে বাংলাদেশের জাতীয় সংবিধান দিবস ঘোষণা করায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও তাঁর সরকারকে ধন্যবাদ জানান। তিনি বলেন, বাংলাদেশের সংবিধান বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ সংবিধান।
- Advertisement -
উল্লেখ্য,এর আগে সকাল ১০টায় জাতীয় সংবিধান দিবস-২০২২ উদযাপন উপলক্ষে একাডেমিক ভবনের ৭২৩ নং কক্ষে কুইজ প্রতিযাগিতার আয়োজন করা হয়। এছাড়া ৪ নভম্বর ২০২২ তারিখে সংবিধান দিবস উপলক্ষে ক্যাম্পাসে আনন্দ র্যালীর আয়োজন করা হয়।