24.5 C
Bangladesh
শনিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৪

বশেমুরবিপ্রবিতে ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের চার্জশিট দিয়েছে পুলিশ

বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়বশেমুরবিপ্রবিতে ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের চার্জশিট দিয়েছে পুলিশ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ( বশেমুরবিপ্রবি) শিক্ষার্থী ধর্ষনের ঘটনায় আটজনকে অভিযুক্ত করে মামলার চার্জশিট জমা দিয়েছে পুলিশ।

অভিযুক্ত ৮ জন হলেন, রাকিব মিয়া ওরফে ইমন (২২), পিয়াস ফকির (২৬), প্রদীপ বিশ্বাস (২৪), মো. নাহিদ রায়হান (২৪), মো. হেলাল (২৪) ও তূর্য মোহন্ত (২৬), জীবন জমাদ্দার ও ফরিদ শেখ।

আরো পড়ুন:  নোবিপ্রবিতে কর্মকর্তাদের চার দিনব্যাপি বিশেষ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্ত কর্মকর্তা শীতল পাল বলেন, ‘তদন্ত কার্যক্রমে আমরা মোট আটজনের বিভিন্ন ধরনের সংশ্লিষ্টতা পেয়েছি। এদের মধ্যে ডিএনএ টেস্টে তূর্য মোহস্ত এবং প্রদীপ বিশ্বাসের নমুনা শনাক্ত হয়েছে। এছাড়া ধর্ষণের স্বীকারোক্তি দিয়েছেন আরও বেশ কয়েকজন।’

আরো পড়ুন:  নোবিপ্রবিতে ‘রাজনৈতিক অর্থনীতি এবং অর্থের অবমূল্যায়ন’ শীর্ষক সেমিনার

এর আগে গত ২৩ ফেব্রুয়ারী গোপালগঞ্জের হেলিপ্যাড সংলগ্ন এলাকায় সংঘবদ্ধ ধর্ষণের স্বীকার হন বশেমুরবিপ্রবির এক শিক্ষার্থী। এ ঘটনায় ওইদিন রাতেই বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাজিউর রহমান বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। পরবর্তীতে র‍্যাব ও পুলিশের অভিযানে মোট ১০ জনকে আটক করে।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles