31.2 C
Bangladesh
বুধবার, অক্টোবর ৯, ২০২৪

বশেমুরবিপ্রবিতে মানিকগঞ্জ জেলা এসোসিয়েশনের নতুন কমিটির সভাপতি প্রান্ত, সম্পাদক মাহবুব

বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়বশেমুরবিপ্রবিতে মানিকগঞ্জ জেলা এসোসিয়েশনের নতুন কমিটির সভাপতি প্রান্ত, সম্পাদক মাহবুব

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) মানিকগঞ্জ জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘মানিকগঞ্জ জেলা এসোসিয়েশন’ এর ২০২২-২৩ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে মার্কেটিং বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী প্রান্ত ঘোষকে সভাপতি এবং কৃষি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. মাহবুব রহমানকে সাধারণ সম্পাদক করা হয়েছে। শনিবার (৪ জুন) একটি বিজ্ঞপ্তিতে উক্ত কমিটি ঘোষণা করা হয়।

আরো পড়ুন:  বশেমুরবিপ্রবি ছাত্র ইউনিয়নের নেতৃত্বে নাজমুল ও অমিত

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি হাসিবুল হক, লিমা বিনতে নূর, নুসরাত সাদিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম, সোহেল রানা, অমিত কুমার, এনায়েম হোসেন অভি, মাহফুজ বিন ফেরদৌস, সাংগঠনিক সম্পাদক ফাহিমুল ইসলাম, অনিক আহমেদ সবুজ, আহাদ খান প্লাবন, রাকিব হাসান জীম, হৃদয় পাল, রাগীব মোর্শেদ, মাহফুজ ইমু, জাকির হোসেন, অর্থ-সম্পাদক ওমর ফারুক রেজুয়ান, মো. মনির হোসেন, দপ্তর সম্পাদক মো. জহিরুল ইসলাম, মো. দিদার খান, প্রচার সম্পাদক তাপস সাহা, মো. রাসেল মিয়া
শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক আলী আহমেদ তুষার, ক্রীড়া সম্পাদক মাহবুব আলম জনি,
তথ্য ও প্রযুক্তি সম্পাদক সৌহার্দ্য দে জয়,
নারী বিষয়ক সম্পাদক মিতা বিশ্বাস,
ধর্ম বিষয়ক সম্পাদক সানজিদা খানম,
কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক জুবায়ের রহমান সৌরভ।

আরো পড়ুন:  শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে নোবিপ্রবিতে ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত

এছাড়াও কমিটিতে নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন জুয়েল রানা, সালমান সানোয়ার, সোহেল রানা, মিঠু, সালমান, সুমি আক্তার।

আরো পড়ুন:  মুকসুদপুর ছাত্রকল্যাণ সমিতির সভাপতি ফয়সাল,সম্পাদক রুবেল

কমিটির নবনির্বাচিত সভাপতি প্রান্ত ঘোষ বলেন, মানিকগঞ্জ জেলা এসোসিয়েশন সাধারণ শিক্ষার্থীদের নিয়ে গঠিত একটি শিক্ষার্থীবান্ধব সংগঠন। এই সংগঠনের মাধ্যমে বিশ্ববিদ্যালয় এবং মানিকগঞ্জ জেলার অভ্যন্তরে বিভিন্ন সামাজিক ও শিক্ষাবিষয়ক কর্মসূচি পালন করা হয়। নতুন এই কমিটির মাধ্যমে নব উদ্যোমে এই কার্যক্রম আরও বেগবান হবে।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles