34 C
Bangladesh
শনিবার, জুলাই ২৭, ২০২৪

বশেমুরবিপ্রবির কৃষি বিভাগের নতুন চেয়ারম্যান নিয়োগ

বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়বশেমুরবিপ্রবির কৃষি বিভাগের নতুন চেয়ারম্যান নিয়োগ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) কৃষি বিভাগের সহকারি অধ্যাপক ড. জিলহাস আহমেদ জুয়েল অত্র বিভাগের চেয়ারম্যান হিসাবে নিয়োগ করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোঃমোরাদ হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়।

আরো পড়ুন:  নোবিপ্রবির সাখাওয়াতের লেখা প্রথম কাব্যগ্রন্থ 'তবুও বাঁচতে হবে'

অফিস আদেশে বলা হয়,অত্র বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগের সহকারি অধ্যাপক ড.জিলহাস আহমেদ জুয়েলকে বিশ্ববিদ্যালয় আইন ২০০১ এর ২৫(৩) ধারা মোতাবেক পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কৃষি বিভাগের চেয়ারম্যান হিসাবে নিয়োগ করা হলো।

আরো পড়ুন:  বশেফমুবিপ্রবির শিক্ষকেরা কর্মবিরতি চালিয়ে যাবেন ; উপাচার্যের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান  

অফিস আদেশে আরও বলা হয়েছে, তিনি চেয়ারম্যানের দায়িত্ব পালনকলে বিধি মোতাবেক ভাতাদি প্রাপ্য হবেন। এ আদেশ আগামী ২৮-০৯-২০২২ ইং তারিখ থেকে কার্যকর হবেন।

সহকারি অধ্যাপক ড. জিলহাস আহমেদ জুয়েল বলেন, ‘কৃষি বিভাগের ১৪ জন শিক্ষক আছেন তাদেরকে নিয়ে একত্রে বিভাগের শ্রেণিকক্ষ উন্নয়নসহ যাবতীয় কাজ করবো। এছাড়া বিভাগের সবাইকে নিয়ে শিক্ষার্থীদের জন্য শিক্ষা সফরসহ শিক্ষার্থী বান্ধব একটি বিভাগ তৈরি করার চেষ্টা করবো।’

Check out our other content

Check out other tags:

Most Popular Articles