বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) কৃষি বিভাগের সহকারি অধ্যাপক ড. জিলহাস আহমেদ জুয়েল অত্র বিভাগের চেয়ারম্যান হিসাবে নিয়োগ করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোঃমোরাদ হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়।
অফিস আদেশে বলা হয়,অত্র বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগের সহকারি অধ্যাপক ড.জিলহাস আহমেদ জুয়েলকে বিশ্ববিদ্যালয় আইন ২০০১ এর ২৫(৩) ধারা মোতাবেক পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কৃষি বিভাগের চেয়ারম্যান হিসাবে নিয়োগ করা হলো।
অফিস আদেশে আরও বলা হয়েছে, তিনি চেয়ারম্যানের দায়িত্ব পালনকলে বিধি মোতাবেক ভাতাদি প্রাপ্য হবেন। এ আদেশ আগামী ২৮-০৯-২০২২ ইং তারিখ থেকে কার্যকর হবেন।
সহকারি অধ্যাপক ড. জিলহাস আহমেদ জুয়েল বলেন, ‘কৃষি বিভাগের ১৪ জন শিক্ষক আছেন তাদেরকে নিয়ে একত্রে বিভাগের শ্রেণিকক্ষ উন্নয়নসহ যাবতীয় কাজ করবো। এছাড়া বিভাগের সবাইকে নিয়ে শিক্ষার্থীদের জন্য শিক্ষা সফরসহ শিক্ষার্থী বান্ধব একটি বিভাগ তৈরি করার চেষ্টা করবো।’