জামায়াত-শিবির সন্দেহে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) চার শিক্ষার্থীসহ ৬ জনকে আটক করা হয়েছে।
আটককৃত শিক্ষার্থীরা হলেন ব্যবস্থাপনা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আবু কালাম (২১), আইন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আবু মুসা (২৪), রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মুয়াজ বিল্লাহ (২২), এপ্লাইড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সেলিম রেজা (২৫)।
এ বিষয়ে গোপালগঞ্জ সদর থানার এসআই মারিদুল ইসলাম মানিক বলেন, “সর্বমোট ৬জনকে গ্রেফতার করা হয়েছে তার মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৪জন শিক্ষার্থী রয়েছেন। আটককৃত সবাইকে কোর্টে প্রেরণ করা হয়েছে।”
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কামরুজ্জামান বলেন, “আমাদের বিশ্ববিদ্যালয়ের ৪জন শিক্ষার্থী শিবির সন্দেহ গ্রেফতার হয়েছে শুনলাম। থানা থেকে আমাদেরকে অফিশিয়াল ভাবে কিছুই জানাইনি। থানায় থেকে অফিশিয়াল ভাবে জানালে আমরা বিষয়টা দেখবো”।