অ্যালপার ডগার (এডি) সায়েন্টিফিক ইনডেক্স র্যাংকিং- ২০২২ এ বিশ্বসেরা গবেষকদের তালিকায় স্থান পেয়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি’র) ৪৯ জন শিক্ষক। বিশ্বসেরা গবেষকদের তালিকায় পবিপ্রবির ৪৯ জন গবেষক
২৩ শে এপ্রিল (রোজ শনিবার) এডি সায়েন্টিফিক ইনডেক্সের ওয়েবসাইট থেকে জানা যায় যে, বিশ্বের ১৪ হাজার ১২০ টি প্রতিষ্ঠানের ৭ লাখ ২৯ হাজার গবেষকদের মধ্যে এ তালিকায় স্থান পেয়েছেন তারা। বিশ্বসেরা গবেষকদের তালিকায় পবিপ্রবির ৪৯ জন গবেষক
আন্তর্জাতিক মানের এ সূচকটির নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত তথ্যমতে, ১২ টি ক্যাটাগরিতে গবেষকদের ভাগ করা হয়েছে। অ্যালপার ডগার (এডি) সায়েন্টিফিক ইনডেক্স র্যাংকিং- ২০২২ এর তালিকায় বাংলাদেশের ২ হাজার ৭৭১ জন গবেষক স্থান পেয়েছেন। তন্মেধ্য বিভিন্ন ক্যাটাগরিতে গবেষকদের তালিকায় পবিপ্রবির ৪৯ জন গবেষক।
সায়েন্টিফিক ইনডেক্স গবেষকদের গুগল স্কলারের রিসার্চ প্রোফাইলের বিগত ৫ বছরের গবেষণায় এইচ ইনডেক্স, আইটেন ইনডেক্স ও সাইটেশন স্কোরের ভিত্তিতে এ র্যাংকিং প্রকাশিত হয়।