31 C
Bangladesh
শনিবার, জুলাই ২৭, ২০২৪

র‌্যাগিংয়ে জিরো টলারেন্স ঘোষণা করলো বশেমুরবিপ্রবি

বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়র‌্যাগিংয়ে জিরো টলারেন্স ঘোষণা করলো বশেমুরবিপ্রবি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) র‌্যাগিং এর বিষয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন।

আজ বৃহস্পতিবার (৩০ জুন) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাজিউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরো পড়ুন:  বশেমুরবিপ্রবিতে স্থানীয়দের হামলায় শিক্ষার্থী আহত, বিচারের দাবিতে মানববন্ধন

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,ইতিপূর্বে র‌্যাগিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ে অভিযোগ প্রাপ্তি ও নিষ্পত্তি করা হয়েছে। অত্র বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ও আচরণবিধি অনুযায়ী র‌্যাগিং একটি শাস্তিযোগ্য অপরাধ। বিশ্ববিদ্যালয় পরিবার মনে করে সিনিয়র-জুনিয়র শিক্ষার্থীদের সম্পর্ক হবে অত্যান্ত ভ্রাতৃত্বপূর্ণ ও সহযোগিতাপূর্ণ। একে অপরকে সহযোগিতা করবে,কেউ কারোর এগিয়ে যাওয়ার পথে অন্তরায় হবে না কিংবা শারীরিক-মানসিক ভাবে হেয় প্রতিপন্ন করবে না।

আরো পড়ুন:  বশেমুরবিপ্রবিতে বাস চালক ও শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ,আহত ৩ 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন র‌্যাগিং এর বিষয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। বিষয়টি অনুসরণ করার জন্য সকলকে বিশেষ অনুরোধ করা হলো। বিষয়টি অতীব জরুরি।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles