26.5 C
Bangladesh
রবিবার, অক্টোবর ৬, ২০২৪

শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে নোবিপ্রবিতে ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত

বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে নোবিপ্রবিতে ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, বিশিষ্ট ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠক শহীদ শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকীর স্মরণে বাংলাদেশ ছাত্রলীগ,নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ( নোবিপ্রবি) শাখার প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ৫ আগস্ট)  নোবিপ্রবির কেন্দ্রীয় খেলার মাঠে এ প্রীতি ম্যাচের আয়োজন করেন শাখা ছাত্রলীগের শীর্ষ পদপ্রত্যাশী ছাত্রলীগ নেতা আক্তারুজ্জামান জিসান। তার অনুসারীরা দুভাগে বিভক্ত হয়ে এ ম্যাচ খেলেন।
এ বিষয়ে আক্তারুজ্জামান জিসান বলেন,  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জ্যেষ্ঠ পুত্র বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক, বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের স্মরণে আমাদের এই ক্ষুদ্র আয়োজন৷ যেহেতু উনি  একজন সফল ক্রীড়া সংগঠক ছিল এবং বাংলাদেশের  আধুনিক ফুটবলের রূপকার। তাই আমরা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ উনার স্মরণ একটি প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করেছি৷ উনি আমাদের তারুণ্যের অফুরান অনুপ্রেরণার উৎস তার আদর্শকে লালন করে নোবিপ্রবি ছাত্রলীগ আগামী দিনে আরো সাংস্কৃতিক ও ক্রীড়ায় সাফল্যমন্ডিত হবে৷

Check out our other content

Check out other tags:

Most Popular Articles