31 C
Bangladesh
বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪

বশেমুরবিপ্রবিতে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়বশেমুরবিপ্রবিতে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কেক কেটে বাংলাদেশ ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) ছাত্রলীগ শাখার কর্মীবৃন্দ।

বুধবার (৪ জানুয়ারি) বেলা ১টায় প্রশাসনিক ভবনের সামনে কেক কাটেন তারা।

অনুষ্ঠানে বশেমুরবিপ্রবি ছাত্রলীগ শাখার কর্মীবৃন্দ জানান, ‘ক্যাম্পাস বন্ধ থাকার পরও
ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের জন্যে কিছু নিবেদিত প্রাণ ক্যাম্পাসে থেকে গেছে। তাদের নিয়েই আমরা ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করি। ক্যাম্পাস খোলার পর আমরা আনন্দর‍্যালিসহ অন্যান্য আয়োজন করবো।’

আরো পড়ুন:  পবিপ্রবি'তে বাংলাদেশ স্কাউটস এর প্রামাণ্যচিত্র প্রদর্শন 

তারা আরও বলেন, ‘জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বিনির্মান ও সোনার বাংলা গড়তে সকল অপশক্তিকে গুড়িয়ে দিতে বশেমুরবিপ্রবি ছাত্রলীগ সবসময় কাজ করে যাবে, এটাই আজকের প্রতিজ্ঞা।’

আরো পড়ুন:  পবিপ্রবি ক্যাম্পাসে কুকুরের কামড়ে আহত ৬

প্রসঙ্গত, বাংলা ও বাঙালির স্বাধিকার অর্জনের লক্ষ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনায় ১৯৪৮ সালের ৪ জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগের জন্ম হয়।সংগঠনটির দীর্ঘ রাজনৈতিক পরিক্রমায় ৫২’র ভাষা আন্দোলন, ৫৪’র প্রাদেশিক পরিষদের নির্বাচনে যুক্তফ্রন্টের বিজয়, ৫৮’র আইয়ুব বিরোধী আন্দোলন, ৬২’র শিক্ষা আন্দোলন, ৬৬’র ৬ দফার পক্ষে গণঅংশগ্রহণের মাধ্যমে মুক্তির সনদ হিসেবে এই দাবিকে প্রতিষ্ঠা করে।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles