29 C
Bangladesh
শুক্রবার, জুলাই ২৬, ২০২৪

স্বাধীনতার মাসে এক আত্নপ্রকাশিত কবিতাঃ বাংলার অলংকার

বিশেষ দিন ও বাংলাদেশস্বাধীনতার মাসে এক আত্নপ্রকাশিত কবিতাঃ বাংলার অলংকার

বাংলার অলংকার 

       মোঃ ইকবাল হোসেন
স্বাধীনতা তুমি
ত্রিশ লক্ষ শহীদের
রক্তমাখা ছিন্নবিচ্ছিন্ন লাশের কেনা
বাংলার অলংকার।
তোমাকে পাওয়ার জন্য
দিতে হয়েছে হাজারো
 মায়ের, বোনের পবিত্র সম্মান।
সেই সম্মান আজও আছে
তোমারি মাঝে হয়ে
বাংলার অলংকার।
স্বাধীনতা তুমি
বাংলা মায়ের প্রসূত সন্তান।
ছেলে হারানো মায়ের
ফিরে পাওয়া এক নতুন দারক।
ভাই হারানো বোনের
করুণ চিৎকারের সান্তনার বাহুডোর।
স্বামী হারানো গৃহবধূর
অশ্রু মোছানো রুমাল।
স্বাধীনতা তুমি
বাংলার অলংকার।
স্বাধীনতা তুমি
কেড়ে নিয়েছো হাজারো বনিতার
লালিত স্বপন
      বধূ হওয়ার।
দিয়েছো তাদের অপবাদ তুমি
       ধর্ষিতার।
দেখেছো তুমি
মুন্ডহীন দুহিতার কুকুরে
খাওয়া বিভৎস দেহ৷
পানিতে ভেসে থাকা পানার মতো
মানুষের পচা লাশ৷
হত্যা, ধ্বংস,নির্যাতনের বিনিময়ে
ফিরে এসেছো বাংলায়
তুমি থাকবে, বাংলার বুকে
চিরকাল স্মৃতি হয়ে
 বাংলার অলংকার।
কবি পরিচিতিঃ
 এল এল বি (অনার্স), এল এল এম

Check out our other content

Check out other tags:

Most Popular Articles