গত ১৮ মে রাজধানীর গভ. কলেজ অব এ্যাপ্লাইড হিউম্যান সাইন্সের(সাবেক কলেজ অব হোম ইকোনোমিক্স) সম্পদ ব্যবস্থাপনা ও এন্ট্রাপ্রেণরশীপ ডিপার্টমেন্ট এর শিক্ষার্থীদের কর্তৃক আয়োজিত হয় এন্ট্রাপ্রেণর ফেস্টিভ্যাল ২০২০।
কলেজের অধ্যক্ষ ইসমাত রুমিনা ও উপাধ্যক্ষ সোনিয়া বেগম অনুষ্ঠান উদ্বোধন করেন।কলেজ ক্যাম্পাসে অডিটোরিয়াম সংলগ্ন স্থানে এই চমৎকার ফেস্টের স্টলগুলো সাজানো হয়।
স্টলে হরেক রকমের জিনিস এবং হোমমেইড ফুডের আনাগোনা ছিল।অনুষ্ঠানে সকল বর্ষের সকল ডিপার্টমেন্ট এর শিক্ষার্থীরা আমন্ত্রণ জানানো হয়,পাশাপাশি যেকোনো বয়সের নারীরা আমন্ত্রিত ছিল।সকাল ১০টা হতে বেলা ২ টা পর্যন্ত অনুষ্ঠিত হয় এই ফেস্ট।
অব্যবহার্য জিনিস কিংবা ফেলনা জিনিস দিয়ে কি করে নতুন কোনো উদ্যোগ গ্রহণ করা যায়,দৈনন্দিন মানুষের নিত্য ব্যবহার্য আসবাবপত্র তৈরি করা যায় এটাই ছিল স্টলগুলোর বিক্রিত আসবাবপত্রের মূল বিষয়বস্তু। পাশাপাশি এই পরিবর্তিত বিশ্বে নতুন নতুন উদ্যোগ গ্রহণের জন্য সদ্য নতুন উদ্যোক্তাদের ছিল এই ফেস্টে এক ভিন্ন চিন্তাধারা।বাঁশ,ফেলনা কাগজ,অব্যবহৃত কাপড় দিয়ে তৈরি করা হয় নিত্য প্রয়োজনীয় সামগ্রী।
সবার পদচারণায় মুখরিত ছিল এন্ট্রাপ্রেণর ফেস্টিভ্যাল ২০২০।
ইসরাত জাহান প্রিয়ানা/ইসি