31 C
Bangladesh
বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪

বিশ্ব কবিতা দিবস: কবির কবিতা

বিশেষ দিন ও বাংলাদেশবিশ্ব কবিতা দিবস: কবির কবিতা

            কবির কবিতা 

               আমেনা খানম 

কবির জন‍্য অন্তত একটি হলেও কবিতা  চাই!কি

সময়ে,কিংবা  অসময়ে

কিবা দিনে, না হয় রাতে 

কিংবা  সবার চোখকে ফাঁকি দিয়ে

একটি কবিতা  সৃষ্টি  হতে পারে কোন প্রাতে!

সেই কবিতা জন্ম নেয় প্রথমে কবির মননে

কবি ভাবতে থাকে,

আরো পড়ুন:  মাতৃকা

 কত বিশালতা ছেয়ে  আছে ঐ গগনে!

কত পোড়াহৃদয়  প্রতিনিয়ত পুড়তে পুড়তে 

ভষ্ম হয়ে গেছে কেউ  খোঁজও রাখেনি!

কত মুখ আর কত চোখের জল 

শুকিয়ে কাঠ হয়েছে সেই হিসেবের

 সঠিক হিসেবও কারো কাছে নেই!

কত নারীর নারী ছেড়া  ধন এই গ্রীষ্মের  দাবদাহে

আর কনকনে শীতের সাথে পাল্লা দিতে  গিয়ে

অকালে প্রাণ দিয়ে তার পরাজয় বরণের

আরো পড়ুন:  ১৮ মে অনুষ্ঠিত হয়ে গেল এন্ট্রাপ্রেণর ফেস্টিভ্যাল ২০২০

 খবর দিয়ে গেছে!

সেই খবরটুকুও সবসময়ই  জায়গা পায় না

 খবরের কাগজের পাতায়!

তাদের জীবনটাও কমদামী হয়ে

 গন‍্য হয় জীবনের  খাতায়!

তাতে কি কারো কিছু আসে যায়!

এ জীবনে হয়ত কেউ   সব কিছু পায়

আর কিছু মানুষ  শুধু হারায়!

কেউ  হারায় বাবা, কেউ  হারায় মা

কেউ বা হারায় তার  যেখানে  যা আছে তা! 

আরো পড়ুন:  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শিক্ষা জীবনকাল

তাদের মধ‍্যে কেউ বা আছেন কবি

যিনি বেঁচে থাকেন তার কবিতাকে আশ্রয়  করে

তার যত পাওয়া না পাওয়ার 

আর প্রাপ্তির আয়োজন  নিয়ে!

অবশেষে  কবি বেঁচে থাকেন, তাকে হারিয়ে 

তার প্রিয় কবিতাকে নিয়ে!

তার স্বর্বস্ব ভালোবাসার বলিদান দিয়ে!

তবুও  কবির কবিতারা যেন বেঁচে থাকে অমর হয়ে!

 

Check out our other content

Check out other tags:

Most Popular Articles