পরীমণি ও শরীফুল রাজ, সম্পর্কে স্বামী-স্ত্রী। তা সবাই জানে। গেল বছর গুণিন সিনেমার সেটে প্রেম হয় দু’জনের মধ্যে। এরপর কয়েকদিনের মধ্যেই ওই বছরের ১৭ অক্টোবর বিয়ে করেন এ জুটি। ঢাকায় গুণিন সিনেমার উদ্বোধনী প্রদর্শনী হয় গতকাল বুধবার (৯ মার্চ)। এতে তাদের আরও একবার বিয়ের অনুষ্ঠান হয়। বর-কনে সেজে এসেছিলেন পরীমণি ও শরীফুল রাজ।
এ সময় পরীমণিকে বউয়ের সাজে দেখতে কেমন লাগছে প্রশ্ন করা হলে বলেন, আমি তো আয়নার সামনে থেকে সরতেই পারছি না। ও এলে (পরী আর রাজের সন্তান) আবার বিয়ে করব। ও আমাদের বিয়ের দাওয়াত, খাওয়া মিস করবে কেন!
পরীমণির এ কথার জেরে কমেন্টের বন্যা বয়ে যাচ্ছে নেট দুনিয়ায়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমনই মন্তব্য করেছেন অনুরাগীরা।
তানিয়া তন্নি নামের একজন মজার ছলে কমেন্টে লিখেন,
পরীমনির ৫ জন স্বামীর তালিকা ও মেয়াদকাল
১- ইসমাইল হোসেন (২০১০-২০১২)
২- ফেরদৌস কবির (২০১২-২০১৪)
৩- তামিম হাসান (২০১৯-২০২০)
৪- কামরুজ্জামান রনি ( ২০২০-৩ মাস)
৫- শরিফুল রাজ (২০২২- আল্লাহ জানে)
হতাশ হবেন না, আপনিও স্বামী হওয়ার সুযোগ পাবেন, চেষ্টা চালিয়ে যান।
মোহাম্মদ বিদুৎ নামের মানুষটিও মজা নিতে ভুলেননি। তিনি বলেন,
জাতীয় ভাবে, প্রতি বৃহস্পতিবার তার গায়ে হলুদ, শুক্রবার বৌ ভাত রাখার জোর দাবি রইল।