28.6 C
Bangladesh
সোমবার, অক্টোবর ৭, ২০২৪

নোবিপ্রবিতে বৃহত্তর ময়মনসিংহ অ্যাসোসিয়েশনের আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ

Uncategorizedনোবিপ্রবিতে বৃহত্তর ময়মনসিংহ অ্যাসোসিয়েশনের আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(নোবিপ্রবি) বৃহত্তর ময়মনসিংহ স্টুডেন্টস্ অ্যাসোসিয়েশনের আয়োজনে সভাপতি শাহরিয়ার নাসের একাদশ বনাম সাধারণ সম্পাদক তামিম ইবনে মাহবুব একাদশের মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
নোবিপ্রবিতে বৃহত্তর ময়মনসিংহ অ্যাসোসিয়েশনের আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ
বৃহস্পতিবার(২৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে ৪-১ গোলের ব্যবধানে জয়ী হয়েছে সভাপতি একাদশ। খেলায় হ্যাট্রিক গোল করে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন ইয়াসিন আল রিয়াদ।  নোবিপ্রবিতে বৃহত্তর ময়মনসিংহ অ্যাসোসিয়েশনের আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ
প্রীতি ফুটবল খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের উপদেষ্টা ড. আনিসুজ্জামান রিমন, ড. রফিকুল ইসলাম, ড. তৌহিদুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ইকবাল হোসাইন সুমন, অ্যাসোসিয়েশনের উপদেষ্টা একেএম মাহমুদুল হাসান রানা ও মাহবুবুল আলম নাঈম। খেলায় রেফারির দায়িত্বে ছিলেন মো. রুহুল আমিন এবং ধারাভাষ্যকার হিসেবে ছিলেন মশিউর রহমান মাহী। নোবিপ্রবিতে বৃহত্তর ময়মনসিংহ অ্যাসোসিয়েশনের আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ
অন্যান্যের মধ্যে প্রীতি এই ম্যাচে অ্যাসোসিয়েশনের সদস্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, খেলায় জার্সি স্পন্সর হিসেবে ছিল টিএ গ্রুপ ইউএসএ।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles