29 C
Bangladesh
বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪

বেরোবিতে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

পাবলিক বিশ্ববিদ্যালয়বেরোবিতে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) হিন্দু সম্প্রদায়ের মহাবতার শ্রী কৃষ্ণের ৫২৪৮ তম জন্মাষ্টমী উদযাপন  আয়োজন করা হয়েছে।
বেরোবিতে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন
এ উপলক্ষে শুক্রবার সকাল ১০টায় সনাতন বিদ্যার্থী সংসদের উদ্যোগে শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠের অস্থায়ী মন্দির থেকে মঙ্গল শোভাযাত্রা শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এ সময় শত শত কৃষ্ণ ভক্ত গীতাযজ্ঞে অংশ নেন।বেরোবিতে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন 
শোভাযাত্রা শেষে বিশ্ববিদ্যালয়ের
স্বাধীনতা স্মারক এর অস্থায়ী মন্দিরে
জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, ভগবান শ্রীকৃষ্ণের পূজা পুষ্পাঞ্জলী , সমবেত বিশেষ প্রার্থনা, গীতা থেকে পাঠ, আলোচনা অনুষ্ঠান, মহা প্রসাদ বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে। বেরোবিতে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন 
সেসময় উপস্থিত ছিলেন,উপাচার্য  প্রফেসর ড. হাসিবুর রশীদ, শিক্ষক সমিতির সভাপতি মোঃ শরিফুল ইসলাম, রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান ড. বিজন মোহন চাকী, ছাত্র উপদেষ্টা নুরুজ্জামান খান ,লোকপ্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান মোঃ আসাদুজ্জামান মন্ডল আসাদ, বেরোবি ছাত্রলীগ সভাপতি পোমেল বড়ুয়া ও সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান শামীমসহ সনাতন শিক্ষার্থীবৃন্দ।বেরোবিতে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন 
সনাতন ধর্ম গ্রন্থ অনুযায়ী
ভগবান বিষ্ণুর অষ্টম অবতার শ্রী কৃষ্ণ হিন্দু ধর্মে সর্বোচ্চ ঈশ্বর হিসেবে পুজিত হন। তারই ধারাবাহিকতায় সারা পৃথিবীর সনাতন ধর্মালম্বী মাঝে উদযাপন হয় কৃষ্ণের আরাধনা। ভগবান শ্রী কৃষ্ণ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রে জন্মগ্রহণ করেন।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles